বিধানসভার অন্দরে গন্ডগোল ঘিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির সাত বিধায়কের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছিল।
এই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী।
আজ অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
গত বাজেট অধিবেশনে গন্ডগোল এর দিন হাঁসখালি , মাটিয়া , শান্তিনিকেতন – সহ একাধিক ধর্ষণ , গণধর্ষণের ঘটনায় বিরোধী দলের পক্ষ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করা হয়েছিল।
তাই নিয়েই গন্ডগোল চলেছিল আজ অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিবেক চৌধুরীর এজলাসে শুভেন্দুর এফআইআর খারিজ করার পিটিশনের শুনানি হতে পারে বলে জানা গেছে।