নিউইয়র্ক– বিশ্বকাপের আগে অসন্তোষ বাড়ছে৷ ক্যান্টিয়াগ পার্কের পরিকাঠামো নিয়ে রীতিমতো অসন্ত্তষ্ট ভারতের কোচ রাহুল দ্রাবিড়৷ ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করার পরই দ্রাবিডে়র উপলব্ধি পরিকাঠামো গড়পরতা৷ পিচ থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা সব কিছুই মেক শিফট৷ বিশ্বকাপের আগে পরিকাঠামো নিয়ে অসন্তোষ বাড়তে পারে অংশগ্রহণকারী দলগুলোর৷ ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে নামছে ভারতীয় দল৷ ফলে সেই ম্যাচে নামার আগে ক্যান্টিয়াগ পার্কেই অনুশীলন করতে হবে ভারতকে৷ পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে নিউ ইয়র্কে৷ শেষ ম্যাচ খেলার জন্য ফ্লোরিডায় উডে় যাবে ভারতীয় দল৷
আইপিএলের পরে ভারতীয় দলের ফোকাস এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে৷ এর মধ্যেই ভারতের প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির খেলা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা৷ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি খেলবেন কিনা তা পরিষ্কার নয়৷ সংবাদ মাধ্যমে কোহলির নামা প্রসঙ্গে জানানো হয়েছে, ‘এটা এখনও পরিষ্কার নয় যে এত লম্বা জার্নির পর শনিবার বাংলাদেশের সঙ্গে প্রস্ত্ততি ম্যাচে বিরাটকে আদৌ দেখা যাবে কিনা?’