এমএসএমই উদ্যোক্তাদের জন্য ঋণদানের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ:- এমএসএমই উদ্যোক্তাদের জন্য ঋণদানের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, তিনি ৫০ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছেন উত্তরপ্রদেশের ক্ষুদ্র, ছোটো ও মাঝরি শিল্পোদ্যোগীদের জন্য। সেইসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন করোনা মহামারী সত্ত্বেও উত্তরপ্রদেশের ক্রেডিট এবং ডেবিট অনুপাত বেড়েছে। সূত্রের খবর, তিনি জানান, গত ৫ থেকে ৬ বছরে ১০ থেকে ১১ শতাংশ বেড়ে ৫৫.৫৬ শতাংশে পৌঁছেছে। সেই উত্তরণের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বিশ্বকর্মা জয়ন্তীর প্রাক্কালে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) উদ্যোক্তাদের ৫০,০০০ কোটি টাকার ঋণ বিতরণ করেছেন। এই ক্ষেত্রে উত্তরপ্রদেশ দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে। এত বড় আকারে উদ্যোক্তাদের ঋণ দেওয়া এর আগে হয়নি। সূত্রের খবর, রাজ্য সরকারের মতে, গত ছয় বছরে ৬৬ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছিল, যার মধ্যে ১৬ হাজার কোটি টাকা আগে ১.৯ লক্ষ হস্তশিল্পী, কারিগর এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বিতরণ করা হয়েছিল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন অনুসারে নতুন ভারতের নতুন উত্তরপ্রদেশ কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। ২০১৮ সালে আমাদের সরকার উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী উদ্যোগগুলির জন্য ‘এক জেলা এক পণ্য’ প্রকল্প শুরু করেছিল। যা ছিল একটি উদ্ভাবনী উদ্যোগ। এই স্কিমের নেপথ্যে উদ্দেশ্য শুধুমাত্র রাজ্যের প্রতিভাবান যুবকদের একটি প্ল্যাটফর্ম প্রদান করা নয় বরং উত্তরপ্রদেশকে বিনিয়োগের জন্য একটি চমৎকার গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করা, তা সফল হয়েছে। সূত্রের খবর, তিনি বলেন, একটি ভালো এমএসএমই ক্লাস্টার না থাকলে কোনও বড় উদ্যোগ বা শিল্প সফল হতে পারে না। এখানে এমএসএমই-এর একটি বিশাল ভিত্তি রয়েছে, যা রাজ্যকে একটি নতুন পরিচয় দিয়েছে। এই প্রকল্পটি উত্তরপ্রদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে।