বেঙ্গালুরু, ২১ নভেম্বর – ভিড়ে ঠাসা মেট্রোয় শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। বান্ধবীর এই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। জানালেন, কীভাবে ওই পরিস্থিতিতে পড়ে রুখে দাঁড়িয়েছিলেন তাঁর বান্ধবী সেকথাও শেয়ার করেছেন তিনি। রেডিটে এই পোস্ট ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ‘প্রোটিনকার্বস’ নামের ওই ইউজার জানিয়েছেন, তিনি তাঁর বান্ধবীর সঙ্গে মেট্রোয় ওঠেন সোমবার সকালে।প্রথম থেকেই মেট্রোয় ভিড় ছিল। ৮টা ৫০ নাগাদ ম্যাজেস্টিক স্টেশনে ট্রেন পৌঁছলে প্রচন্ড ভিড় হয়ে যায় ট্রেনে। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। ভিড়ের মধ্যে ওই তরুণীর বান্ধবী অস্বস্তি বোধ করতে শুরু করেন। ক্রমে তিনি বুঝতে পারেন, লাল শার্ট পরা এক ব্যক্তি পিছন থেকে তাঁকে অশালীন ভাবে স্পর্শ করতে শুরু করেছেন।
যদিও খানিক পরে নির্যাতিতা তরুণী ঘুরে দাঁড়াতেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। মেয়েটি সেখানে দাঁড়িয়ে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। তিনি কেঁদে ফেলেন । কিন্তু ভিড়ের মধ্যে একজনও তার প্রতিবাদ করেননি কিংবা সাহায্য করেননি বলে দাবি পোস্টদাতার। তাঁকে মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন পরিচিতরা।