• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

উত্তরপ্রদেশে মাটি খুঁড়তে গিয়ে ধস নেমে প্রাণ গেল ৪ মহিলার

মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে হঠাৎ ধস নেমে প্রাণ গেল ৪ মহিলার। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের কাসগঞ্জে। তবে আরও বেশ কয়েকজন মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরও ৫ জনকে। তাদের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।

মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে হঠাৎ ধস নেমে প্রাণ গেল ৪ মহিলার। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের কাসগঞ্জে। তবে আরও বেশ কয়েকজন মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরও ৫ জনকে। তাদের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
 
গ্রামের একটি উৎসব ‘দেওথান পর্ব’ উপলক্ষে রীতি রয়েছে গ্রামবাসীদের নিজেদের বাড়ি ও উনুন রং করার। বাড়ির মহিলারাই এই কাজ করে থাকেন। সেই জন্য হলুদ রঙের মাটি সংগ্রহ করতে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কোতোয়ালি সদর এলাকার মোহনপুর গ্রামে যান মহিলারা। মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ ধস নামে।মাটির নিচে চাপা পড়ে যান আনুমানিক ১২ জনেরও বেশি মহিলা ও শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারি দল। বুলডোজার এনে মাটি সরানোর কাজ শুরু হয়।
 
পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান কাসগঞ্জের জেলা শাসক মেধা রুপম ও পুলিশ সুপার অর্ণব রজক। তাঁরা দুপুর নাগাদ জানান,   ঠিক কতজন মহিলা মাটির নিচে চাপা পড়ে রয়েছেন তা এখনও স্পষ্ট নয়।  যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই এলাকায় অতিরিক্ত মাটি খোঁড়ার জেরে আলগা হয়ে যাওয়া মাটি ধসে এই পরিণতি  ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আধিকারিকরা।