• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

করােনা প্রতিরােধে ত্রিফলা কর্মসূচি রাজ্যের

সারাদেশে দেড় লক্ষের কাছাকাছি ব্যক্তি সংক্রমিত হচ্ছে করােনার থাবায়। এই রাজ্যে গতকাল সংক্রমণের আক্রান্ত হয়েছেন চার হাজারের বেশি।

প্রতীকী ছবি (File Photo: IANS)

করােনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের সর্বত্র। সারাদেশে দেড় লক্ষের কাছাকাছি ব্যক্তি সংক্রমিত হচ্ছে করােনার থাবায়। এই রাজ্যে গতকাল সংক্রমণের আক্রান্ত হয়েছেন চার হাজারের বেশি। কলকাতায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।

এরপরই রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা। গত বছরের থেকে চলতি বছরের আক্রান্তদের সংখ্যা ২০ % বেশি। তাই সােমবার রাজ্য প্রশাসনের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করােনা প্রতিরােধ বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হাসপাতালগুলির পরিকাঠামাে উন্নয়ন করতে হবে। সেফ হাউসগুলি পুনরায় চালু করতে হবে। কনটেইনমেইন্ট জোন বাড়াতে হবে। কলকাতায় আরও মাইক্রো কনটেইনমেইন্ট জোন বাড়াতে হবে। করােনা প্রতিরােধে টিকাকরণে জোর দিতে হবে। উৎসব পালনে করােনা স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে।

পাশাপাশি রাজনৈতিক সভা মিছিলগুলিতেও মানতে হবে করােনা স্বাস্থ্যবিধি। এইবিধ নিয়ে জেলাশাসক অফিসে রিপাের্ট জমা দিতে হবে। করােনা পজিটিভ হলে আক্রান্ত ব্যক্তির বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আক্রান্ত ব্যক্তির সংপর্শে আসা ব্যক্তিদের তিনদিনের মধ্যেই চিহ্নিতকরণ করতে হবে। করােনা প্রতিরােধে ত্রিফলা কর্মসূচি পালনে জোর রাজ্যের টেস্ট, ট্রাক এবং ট্রিটমেন্ট করতে হবে বেশি বেশি।

News Hub