• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

আইকোর তদন্তে সিবিআইয়ের সঙ্গে এবার ইডিও

আইকোর চিটফান্ড মামলায় এত দিন তদন্তভার ছিল সিবিআইয়ের হাতে। এবার সিবিআইয়ের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই মামলাতে তদন্ত করবে।

cbi

আইকোর চিটফান্ড মামলায় এত দিন তদন্তভার ছিল সিবিআইয়ের হাতে। এবার সিবিআইয়ের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই মামলাতে তদন্ত করবে। ইডি তদন্ত শুরু করার পরেই তলব করল আইকোরের কর্নধার প্রয়াত অনুকুল মাইতির স্ত্রী মনিকা মাইতিকে।

ইডি সূত্রের খবর, আগামী ১৩ এপ্রিল মনিকা মাইতিকে সিজি কমপ্লেক্সে ডেকে পাঠান হয়েছে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর থেকে ব্যবসা চালাত এই সংস্থা। বাজার থেকে টাকা তুলে ধ্বরের কাগজ সহ একাধিক ব্যবসা চালাচ্ছিল আইকোর।

প্রথমে ২০১৫ সালে সিআইডি অনুকুল মাইতিকে গ্রেফতার করে। এরপর তিনি জামিনে মুক্ত হলেও, ২০১৭ সালে ফের অনুকুলকে সিবিআই গ্রেফতার করে। তাকে ভুবনেশ্বর জেলে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

মনে করা হচ্ছে আইকোর মামলাতে সিবিআই বা ইডির এখন একমাত্র ভরসা প্রয়াত আইকোর কর্তার স্ত্রী মনিকা মাইতি। সেই জন্য তাকে জেরার জন্য ডাকা হয়েছে বলে সূত্রের খবর। কিছুদিন আগেও এই মামলাতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই।