করােনা পরিস্থিতিতে এ প্যাথােলজিক্যাল টেস্টের খরচ বেঁধে দিল রাজা স্বাস্থ্য কমিশন। সরকারি এবং বেসরকারি হাসপাতাল, দুক্ষেত্রেই খরচ বেঁধে দেওয়া হয়েছে।
এবার স্বাস্থ্য কমিশনের তরফে প্রকাশকরা বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বার থেকে চেস্ট এক্সরে রাতে ৪০০ টাকা খরচ পড়বে। সিটি পালমােনারি অ্যাঞ্জিয়ােগ্রাফির ক্ষেত্রে খরচ পড়ে ১০ হাজার টাকা।
চেস্ট এইচআরসিটি-র খরচ ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার ২০০ র মধ্যে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড চিকিৎসার পাশাপাশি টেস্ট করাতে তাই সমস্যায় পড়েন অনেকে। সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।