• করােনাকালে জমি-বাড়ি কেনাবেচার ক্ষেত্রে। স্ট্যাম্প ডিউটিতে বড় ছাড়, দলিল রেজিস্ট্রেশনে খরচ ১০ শতাংশ কমানাের প্রস্তাব।
• এছাড়া কিছুক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের প্রস্তাব।
• আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান।
• ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত রােড ট্যাক্স এবং অতিরিক্ত কর মকুব।
• পেট্রোল ও ডিজেলের শুল্কের উপর বিশেষ ছাড়।
• নতুন কৃষকবন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জোর।
• কৃষকদের বার্ষিক ১০ হাজার টাকা সহায়তা প্রদান।
• রাজ্য বাজেটে সামাজিক ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত।
• মহিলা ও শিশু কল্যাণ খাতে ব্যয় বৃদ্ধি।
• চলতি অর্থবর্ষের ( ২০২১-২২ ) জন্য। ৩,০২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দ।