• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আরও দামি হল পেট্রোল

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সাময়িক বিরতি দিয়েছিল পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে।ভােট শেষ হওয়ার পর চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের দাম।

প্রতীকী ছবি (File Photo: IANS)

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সাময়িক বিরতি দিয়েছিল পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে। কিন্তু ভােট শেষ হওয়ার পর চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের দাম। মঙ্গলবার এবছরের সর্বোচ্চ দামে পৌঁছাল পেট্রোল। লিটার প্রতি ২৬ পয়সা দাম বেড়ে পেট্রোলের দাম হল ৯১.৯২ টাকা।

আর তিরিশ পয়সা বেড়ে লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৫,২০ টাকা। দিল্লিতে ২৭ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল লিটার প্রতি ৯১,৮০ টাকা। ডিজেলের দাম ২০ পয়সা বেড়ে হল। লিটার প্রতি ৮২.৩৬ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৮,১২ টাকা। ডিজেলের দাম ৮৯,৪৮ টাকা।