• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পুজোর মাসে সুদের হার বাড়ছে না

অক্টোবর ও নভেম্বর , পুজোর এই দু'মাসে এই হারে কোনও পরিবর্তন হচ্ছে না। বর্তমানে রেপাে রেট ৪ শতাংশ, রিভার্স রেপাে রেট ৩,৩৫ শতাংশ

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

শুক্রবার নয়া ত্রৈমাসিক ঋণ নীতি ঘােষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। চড়া মুদ্রাস্ফীতির কারণে অপরিবর্তিত রাখা হয়েছে সুদের হার।

অক্টোবর ও নভেম্বর , পুজোর এই দু’মাসে এই হারে কোনও পরিবর্তন হচ্ছে না। বর্তমানে রেপাে রেট ৪ শতাংশ, রিভার্স রেপাে রেট ৩,৩৫ শতাংশ।

৬ সদস্যের মুদ্রানীতি কমিটির তিনদিনের বৈঠক এদিন শেষ হয়। সেই বৈঠক শেষে সাংবাকিদের মুখােমুখি হয়ে একথা বলেন আরবিআইয়ের গভর্নর ।