দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। এর পরেই শুরু হবে বাঙালির সব চেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানে বাঙালির কাছে প্যান্ডেল হপিং, ঘোরা এবং খাওয়াদাওয়া। তবে বাঙালিদের মধ্যে একাংশ যেমন পুজোতে প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখতে পছন্দ করে, তেমনই কিছু বাঙালী আছেন যাদের কাছে পুজো মানেই পাহাড় অথবা সমুদ্র ভ্রমণ। কিন্তু এবছরে পাহাড়ের রানি দার্জিলিঙের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
দুর্গাপুজোর মুখে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। বৃহস্পতিবার রাতেও পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের জেরে প্রাণ সংশয়ের উদ্বেগ তো রয়েছেই, তার সঙ্গে পাহাড়ের পর্যটন শিল্পেও প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। সেইসঙ্গে পুজোতে পাহাড় ভ্রমণের স্বপ্নভঙ্গের আশঙ্কাও দেখছেন বাঙালিরা। পূর্বাভাস বলছে, পুজোর মধ্যেও বৃষ্টি হতে পারে দার্জিলিং পাহাড়ে।
প্রসঙ্গত, পুজোর সময় পাহাড়ে বাঙালিদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই সময় পাহাড়ে ব্যবসায়ীরাও লাভের মুখ দেখেন। পাহাড়ে যেহেতু আয়ের প্রধান উৎস পর্যটন সেজন্য এবছর পাহাড়ে টানা বৃষ্টি এবং ধসের ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখছেন ব্যবসায়ীরা।