• facebook
  • twitter
Friday, 22 November, 2024

করােনাতে রাজ্যে একদিনে প্রাণ গেল ৩৮ জনের

সাধারণ মানুষ করােনাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। আর সে কারণেই সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবারের তুলনায় সােমবার করােনা টেস্ট নিম্নমুখী।

প্রতিকি ছবি (File Photo: iStock)

সাধারণ মানুষ করােনাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। আর সে কারণেই সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবারের তুলনায় সােমবার করােনা টেস্ট নিম্নমুখী। কিন্তু তা সত্ত্বেও দৈনিক করােনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়ল।

স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশে করেছে তাতে বলা হয়েছে করােনায়। আক্রান্তের সংখ্যা নতুন করে ৮,৪২৬ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২,২১১ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১,৮০১ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ৫২২ জন। হাওড়াতে ৫২৭, হুগলিতে ৪৪০, মালদাতে ৪৩৫ জন আক্রান্ত হয়েছেন।

বর্তমান সময় দাঁড়িয়ে রাজ্যে মােট করােনা আক্রান্তের সংখ্যা হল ৬,৬৮,৩৫৩ জন। দার্জিলিংয়ে করােনা আক্ৰক্তের সংখ্যা একদিনে ৭১। দার্জিলিংয়ের সব হােটেল, রেস্তোরা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল যদিও পরে তা প্রত্যহার করে নেওয়া হয়। করােনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫৩,৪১৮। করােনায় ২৪ ঘন্টায় এ রাজ্যে মারা গেছেন ৩৮ জন।