নিজস্ব প্রতিনিধি– সম্প্রতি একটি ছোট অথচ রুচিময় অনুষ্ঠানের মাধ্যমে তুরি ফিল্ম কর্তৃপক্ষ তাদের প্রথম অণু ফিল্ম প্রতিযোগিতা এবং ফিল্ম উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান করলেন৷ প্রথম হয়েছে যে ছবি তার নাম, দিস ইজ নট দ্য এণ্ড, প্রযোজক ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা, পরিচালক, ডা. সুপর্ণ গঙ্গোপাধ্যায়; দ্বিতীয়, তৃতীয় এবং জুরি পুরস্কার পাওয়া ছবিগুলি যথাক্রমে, অমৃত প্রকাশ– রিজারেকশন বাই ওঙ্কারনাথ, প্রযোজক, ওঙ্কারনাথ সংস্কৃতি সঙ্ঘ, পরিচালক সুদীপ্ত মুখার্জি; ননসেন্স, প্রযোজক ম্যামলেট প্রোডাকসন্স, পরিচালক অরিজিৎ দে; পারফেক্ট ম্যাচ, প্রযোজক-পরিচালক সৌরভ মুখার্জি; নেম? প্রযোজক, সত্যজিৎ রে ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইন্সটিটিউট, পরিচালক, মানস রুইদাস৷
পুরস্কার প্রদানে, এবং অণু ফিল্ম নির্মাতাদের উৎসাহ দেবার জন্য অনুষ্ঠানে এক ঝাঁক নামী ব্যাক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন, অরিন্দম শীল, অভিজিৎ গুহ, অভিজিৎ দাশগুপ্ত, অশোক বিশ্বনাথন, ঋতব্রত ভট্টাচার্য প্রমুখ ফিল্ম-ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ সুমিত মুখার্জি, শিল্পপতি গোবিন্দ সাহা (অ্যালেন হেলকেয়ার) এবং মানব-সম্পদ উন্নয়নের পরিচিত মুখ অনামিকা সাহা (ডিরেক্টর, এনএমডি প্লেসমেন্ট কনসালটেন্সি)৷
প্রসঙ্গত, ১৫ এপ্রিল থেকে দ্বিতীয় বছরের প্রতিযোগিতা-উৎসবের কাজ শুরু হয়ে গেছে৷ এ বছরও যে কোনও ভাষায় অণুছবি (৩০০ সেকেণ্ডের কম) জমা দিতে আহ্বান জানিয়েছে তুরি ফিল্ম কর্তৃপক্ষ৷ জমা দেবার শেষ তারিখ ১৫ জুন ২০২৪৷ জমা দিতে হবে– www.turifilm.com এ বছর জুরি বোর্ডে রয়েছেন, সুদেষ্ণা রায়, অশোক বিশ্বনাথন এবং সাগর কাপুর৷