• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

­ফ্যাশনের বিবৃতি

পুজোর ক’টা দিন পোশাক, মেক-আপ, চুলের বাহার, সবই হতে হবে একটু অন্যরকম, সব্বার চেয়ে আলাদা। জেনে নেওয়া যাক, তাঁর সাজগোজের পছন্দ- অপছন্দ বিষয়ে কী বলছেন, একাধারে অভিনেত্রী ও মডেল বিবৃতি চট্টোপাধ্যায়।

পুজো মানেই সারা বছরের ক্লান্তি, দুঃখ, বিষাদ ভুলে পরিবারের সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠার উৎসব। বন্ধু বান্ধবদের সঙ্গে বাড়িতে আড্ডা, মণ্ডপে ভ্রমণ, খাওয়াদাওয়া আর হইহুল্লোড়ে ভরে থাকে দিনগুলো। তাই পুজোর ক’টা দিন পোশাক, মেক-আপ, চুলের বাহার, সবই হতে হবে একটু অন্যরকম, সব্বার চেয়ে আলাদা। জেনে নেওয়া যাক, তাঁর সাজগোজের পছন্দ- অপছন্দ বিষয়ে কী বলছেন, একাধারে অভিনেত্রী ও মডেল বিবৃতি চট্টোপাধ্যায়।

‘পুজোর দিনগুলোতে আমার সবচেয়ে পছন্দের পোশাক হল শাড়ি। আমি তো চতুর্থীর দিন থেকেই শাড়ি পরতে পারলে খুশি হই। কিন্তু কাজের ব্যস্ততায় সবসময় পেরে উঠি না। পঞ্চমী থেকে দশমী কিন্তু শাড়ি মাস্ট। কোনওদিন যদি দু’বেলা বোরোনোর প্ল্যান থাকে- তাহলে এবেলা ওবেলা আলাদা আলাদা শাড়ি পরাই আমার বিশেষ পছন্দ।

কোনও সময়েই খুব ফুলে থাকে, বা বেশি মাড় দেওয়া আছে, এমন শাড়ি পরি না। বডি হাগিং নরম শাড়িই বেশি ভালো লাগে। লিনেন আমার খুব পছন্দের ফ্যাব্রিক। সিল্ক আর তসরও রয়েছে পছন্দের তালিকায়। আসলে রং আর টেক্সচার পছন্দ হলে যে-কোনও ফ্যান্সি শাড়ি পরতেও আমার আপত্তি নেই।

পুজো আসার অনেক আগে থেকেই আমার প্ল্যান সাজানো হয়ে যায়, ষষ্ঠী থেকে দশমী কী পরব। সাদা আমার খুব পছন্দের রং।তাই সাদার সঙ্গে হলুদ কম্বিনেশনের শাড়ি বেছেছি এবারের ষষ্ঠীর জন্য। সঙ্গে হালকা গয়না সুতো, বিডস বা কড়ি বসানো।

সপ্তমীতে একটু উজ্জ্বল রঙই ভালো মানায়। তাই দিনের বেলার জন্য হালকা গোলাপি আর রাতে পরব নীলচে শেডের সিল্ক। সেই সঙ্গে সিলভার জাংক জুয়েলারির ট্রেন্ড তো রয়েছেই।

অষ্টমীর জন্য আর-পাঁচটা বাঙালি মেয়ের মতোই আমার পছন্দ লাল পাড় সাদা শাড়ি। অঞ্জলির জন্য পারফেক্ট লুক। নবমীতে আমার আবার পছন্দ একটু বোল্ড লুক। তাই গ্রে, ডার্ক গ্রিন বা পার্পল শেডের কোনও ফ্যান্সি শাড়িই বেছে নেব।

দশমীতে টকটকে লাল শাড়ি পরার ইচ্ছে আছে। তসর বা কাঞ্জিভরম যে-কোনও একটা বের করব ওয়ার্ডরোব থেকে।। ওই দিনের জন্য শুধু লাল বা কালো লালের চেয়ে ভালো বিকল্প আর হয় না।

মেকআপ-এর ক্ষেত্রে আমার হালকা মেকআপই পছন্দ। কাজল পরতে ভীষণ ভালোবাসি। খুব ক্নান্ত না থাকলে, সুন্দর করে চোখের মেকআপ করি। আমার লিপস্টিক বক্স-এ ন্যুড শেডস-ই বেশি। কোরাল বা পিচ এই ধরনের শেডই আমার পছন্দ। যদিও এবছর আমি লাল আর পার্পল শেড ট্রাই করেছি, তা-ও পুজোর দিনগুলোয় ডার্কার শেড নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করব না। যদি শাড়ির রংটা ভাইব্র্যান্ট হয়, তার সঙ্গে ন্যুড আই মেকআপ করব। সেই সঙ্গে ডার্ক লিপস থাকবে। চুল খোলা রাখব বা খোঁপা।

আমার টিপ্স হল, সকালের মেক-আপ কিন্তু একদম চড়া হবে না। পিচ ব্লাশ অন লাগাতে পারেন চিকবোনের ধার ঘেঁষে, আর ঠোঁটে লাগান পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে লিপগ্লস। চাইলে অবশ্য ম্যাট ফিনিশ লিপস্টিক আর চোখে উইংড আইলাইনার লাগাতে পারেন। সঙ্গে । টিপ পরতে ভুলবেন না।’