• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রিচ খাওয়ার পর হজম করতে নুন মাখিয়ে লেবু চুষে খান

কোনও অনুষ্ঠানবাড়িতে অনেক সময়েই আমাদের বেশি খাওয়া হয়ে যায়। শুধু তাই নয়, সচরাচর সেসব খাবার দাবার যথেষ্ট রিচ তথা মশলাদারও হয়।

প্রতিকি ছবি (File Photo: iStock)

বিয়ে বাড়িতে বা কোনও অনুষ্ঠানবাড়িতে অনেক সময়েই আমাদের বেশি খাওয়া হয়ে যায়। শুধু তাই নয়, সচরাচর সেসব খাবার দাবার যথেষ্ট রিচ তথা মশলাদারও হয়। খাওয়ার সময় তাে মনে থাকে না, কিন্তু পরে অস্বস্তি হতে থাকে।

এমনটা হলে শেষপাতে পাঁপড় যখন খাবেন, একটু জলে ডুবিয়ে খেলে হজম হয়ে যায় নয়তাে শেষ পাতে নুনের মধ্যে একটু মাখিয়ে সেই লেবুটা চুষে খেলেও পেটে অস্বস্তি, পেট ভার হওয়ার মতাে সমস্যা গুলাে কমতে থাকে।