ই-কমার্স আইনের খসড়া নিয়ে আলােচনা

প্রতিকি ছবি (File Photo: IANS)

কেন্দ্রীয় সরকারের ই-কমার্স নীতি নির্ধারণ নিয়ে খসড়া প্রস্তাবে ব্যবসায়ী ও অন্যান্য ক্ষেত্রের মতামত নিয়ে আলােচনাসভা হয়ে গেল। এই নীতি আইনে পরিণত হলে গ্রাহক, কোম্পানি ও বিনিয়ােগকারীদের মধ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে আলােচনা হয়।

অনলাইন আলােচনায় প্রাক্তন সচিব পর্যায়ের আমলা অরুণ শর্মা জানান, সংশ্লিষ্ট প্রস্তাবিত নীতির মধ্যে সামঞ্জস্য বিধান করা না গেলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অযথা চাপ সৃষ্টি হতে বাধ্য। তবে ভবিষ্যতে ই কমার্স মাধ্যমে ব্যবসা সহজতর বলে তিনি মন্তব্য করেন। গ্রাহকও এতে খুশি।

গ্রাহকদের পক্ষে জাহাঙ্গির গাই জানান, প্রস্তাবিত নীতিতে কখনই অধিক বিধিনিষেধ। রেখে গ্রাহকদের পছন্দের বিষয়টি সীমিত করে না দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দীপক শেঠি জানান, প্রস্তাবিত নীতিতে সামাজিক ও আর্থিক দায়বদ্ধতার সামঞ্জস্য রাখা জরুরি।


কাজমি রিজভি জানান অনলাইনে কেনাকাটায় গ্রাহকদের উৎসাহর দিকে লক্ষ্য রেখেই নীতি নির্ধারণ জরুরি, এতেই আর্থিক উন্নয়নের সূত্র নিহিত রয়েছে।