• facebook
  • twitter
Friday, 4 April, 2025

ভূমিকম্প বা ধসে বাড়ি ভেঙে পড়লেও জীবন বাঁচাবে ‘ডিজিটাল বেড’

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আপনাকে সুরক্ষিত করবে

গ্রাফিক্স চিত্র

প্রবল ভূমিকম্পে বাড়ি ধসে পড়লেও প্রাণের ভয় নেই আর। বাজারে এসে গিয়েছে ভূমিকম্প থেকে জীবন রক্ষাকারী ডিজিটাল বেড। ঘুমন্ত অবস্থায় বহুতল বা কংক্রিটের ইমারত ধসে পড়লেও এই ডিজিটাল শয্যা আপনার জীবনকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। স্বয়ংক্রিয় এই শয্যায় রয়েছে শক্তিশালী সেন্সর সিস্টেম, যা বিপর্যয়ের আগেই দ্রুত প্রাণ রক্ষা করতে সাহায্য করে।

এই ডিজিটাল বেডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা বাড়ির কম্পনের মাত্রা ঝুঁকিপূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল বেডের লুকানো কুঠুরি খুলে যাবে। বিছানাতে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে নিমেষের মধ্যে একটি লোহার শক্তপোক্ত বাক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দেবে। সমস্ত প্রক্রিয়াটি এতটাই দ্রুত হবে যে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আপনাকে সুরক্ষিত করবে। বহুতল অথবা বাড়ি ধ্বংস হয়ে গেলেও আপনি সেই ধ্বংস্তূপের নিচে নিশ্চিন্তে তিনদিন বেঁচে থাকতে পারবেন।

উদ্ধারকারী দল না এসে পৌঁছনো পর্যন্ত ওই বাক্সের মধ্যে আপনার জীবনধারণের জন্য প্রয়োজনীয় জিনিস মজুত থাকবে। ডিজিটাল এই বেডের সুরক্ষিত কুঠুরিতে মজুত থাকবে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, অক্সিজেন, পানীয় জল ও উন্নত ভেন্টিলেশন ব্যবস্থা, যাতে ধ্বংসস্তূপের নিচে শ্বাস-প্রশ্বাস নিতে ও বেঁচে থাকতে কোনও অসুবিধা না হয়। এছাড়া জরুরি অবস্থায় ব্যবহারের জন্য এই বাক্সে থাকবে প্রাথমিক চিকিৎসার কিটস, টর্চ লাইট ও কম্পাস।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বিছানা জরুরি অবস্থায় প্রাণ রক্ষার একটি উন্নত সমাধান বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এই ধরনের প্রযুক্তি ভারতে এখনও প্রচলিত না হলেও যাঁদের আর্থিক সামর্থ আছে, তাঁরা নিজেদের মূল্যবান জীবনকে সুরক্ষিত করতে ডিজিটাল বেড সংগ্রহের চেষ্টা অবশ্যই করবেন। ব্যক্তিগত উদ্যোগে আন্তর্জাতিক বাজার থেকে এই অধ্যাধুনিক শয্যা সংগ্রহের চেষ্টা যে করবেন, এমনটা ধরে নেওয়া যায়।