• facebook
  • twitter
Friday, 20 September, 2024

রােজ গায়ে সাবান মাখা কি ভালাে?

সাবান ব্যবহার করলে কি ত্বক খারাপ হয়ে যায়? এর জবাব দিয়েছেন ইউরােপের ডাক্তাররা। তারা বলেছেন, আপনি ভাবেন সাবান মাখলে আপনার ত্বক ভালাে থাকবে।

প্রতিকি ছবি (File Photo: iStock)

রােজ স্নানে সাবান ব্যবহার করলে কি ত্বক খারাপ হয়ে যায়? এর জবাব দিয়েছেন ইউরােপের ডাক্তাররা। তারা বলেছেন, আপনি ভাবেন সাবান মাখলে আপনার ত্বক ভালাে থাকবে। আপনি সুন্দর এবং টানটান হয়ে থাকবেন অনেক বয়স পর্যন্ত।

কিন্তু এমন ভাবনা একেবারেই ভুল। ডাক্তারদের বক্তব্য, রােজ স্নান করছেন, এটা খুবই ভালাে। কিন্তু যে সাবান দিয়ে আপনি ঘষে ঘষে শরীর পরিষ্কার করছেন, চকচকে হচ্ছেন, সেটা আপনার ত্বকের জন্য মােটেই ভালাে না।

সাবান মানেই ক্ষার। সেটা কম মাত্রা অথবা বেশি মাত্রার হতে পারে। কিন্তু রােজ শরীরে ক্ষার গেলে তা শরীরকে মােটেই চিরকাল ভালাে রাখবে না। সাবান মাখার সুফল আজ অনুভব করছে, তার চেয়ে বেশি কুফল টের পাবেন। আগামীতে, যখন বয়স বাড়বে। কাজেই সপ্তাহে মাত্র দু-তিন দিনই শরীরে সাবান মাখা উচিত।