ভারতের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। রাস্তায় নিরাপদে চলাচল করার জন্য এবার এক নতুন ফিচার নিয়ে এল গুগল ।
ভারতের রাস্তায় ট্যাক্সি বা অটো ব্যবহারকারীদের সুরক্ষার জন্যই এই নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। ফিচারের নাম দেওয়া হয়েছে ‘স্টে সেফার ফিচার’।
জানা গিয়েছে, যদি কেনও সময় ট্যাক্সি বা অটো রিক্সাতে করে কোথাও যাওয়ার সময় ড্রাইভার অন্য কোনও রাস্তা ধরে, তাহলে এই ফিচারের মাধমে তা সঙ্গে সঙ্গে যাত্রী বুঝতে পারবেন।
শুধু তাই নয়, এই খবর পৌঁছে যাবে ওই যাত্রীর বাড়িতে কিম্বা বন্ধুবান্ধবদের মধ্যে। তার ফলে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা অনেকটা বাড়বে।
গুগল ম্যাপসের প্রােডাক্ট ম্যানেজার আমান্ডা বিশপ বলেছেন, ‘ভারত জুড়ে আমাদের পর্যবেক্ষণের পরে আমরা বুঝতে পেরেছি, সুরক্ষা সংক্রান্ত বিষয়ে চিন্তা থাকায় মানুষের যাতায়াতের পরিমাণ কম। আর এই সমস্যা দূর করতেই প্রথমবার ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচার নিয়ে আসছি আমরা। এতে যাতায়াত আরও সুরক্ষিত ও সুবিধাজনক হবে। আমরা মানুষের যাত্রা ও জীবন আরও সুন্দর ও সহজ করে তােলার ব্যাপারে বদ্ধপরিকর’।
গুগল ম্যাপের ‘স্টে সেফার ফিচার’ ব্যবহার করা খুবই সুবিধা। তার জন্য কয়েকটি স্টেপ ফলাে করতে হবে। যেমন–
- আপনার স্মার্টফোনে গুগল ম্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলােড করুন।
- আপনার গন্তব্য সিলেক্ট করে ডিরেকশনস অপশনে ক্লিক করুন।
- স্টে সেফার অপশনে ক্লিক করুন।
- যে মেনুবার খুলবে তাতে আপনি আপনার ট্রিপ কাদের সঙ্গে শেয়ার করতে চান, তাদের ফোন নম্বর সেখানে সিলেক্ট করে দিন।
- শেষে অফ রুট অ্যালার্টে ক্লিক করে দিন।
এর ফলে আপনার গাড়ি রুটের বাইরে বেরলেই সেই খবর আপনিও পেয়ে যাবেন। তার সঙ্গে আপনার সিলেক্ট করা ব্যক্তিরাও সেই খবর জানতে পারবে।