• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সৌদি আরবে উড়ে গেলেন সুনীল ছেত্রীরা

নিজস্ব প্রতিনিধি— বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন পর্বের খেলায় আগামী ২১ মার্চ ভারতের সঙ্গে আফগানিস্তান খেলবে সৌদি আরবে৷ কোচ ইগর স্টিম্যাক ভারতীয় দলের ২৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন৷ শুক্রবারই সুনীল ছেত্রীরা উড়ে গেলেন সৌদি আরবের উদ্দেশে৷ আগামী ২৬ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ভারত৷ এখানে উল্লেখ করা যেতে পারে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম

নিজস্ব প্রতিনিধি— বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন পর্বের খেলায় আগামী ২১ মার্চ ভারতের সঙ্গে আফগানিস্তান খেলবে সৌদি আরবে৷ কোচ ইগর স্টিম্যাক ভারতীয় দলের ২৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন৷ শুক্রবারই সুনীল ছেত্রীরা উড়ে গেলেন সৌদি আরবের উদ্দেশে৷ আগামী ২৬ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ভারত৷ এখানে উল্লেখ করা যেতে পারে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ভারতীয় দল ১-০ গোলে হারিয়ে দিয়েছিল কুয়েতকে৷

এখন দেখার বিষয়, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল সেরা খেলা উপহার দিয়ে জয় তুলে আনতে পারে কিনা৷ আগেই জানানো হয়েছিল, অর্থের অভাবে চার্টার্ড বিমানে ভারতীয় দল সৌদি আরবে উড়ে যেতে পারবে না৷ তার পরিবর্তে ৪০ সদস্যের ভারতীয় দলটি সাধারণ বিমানে উড়ে গিয়েছে৷ ভারতীয় দলকে সারা ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, খেলোয়াড়দের স্বার্থে চার্টার্ড বিমানে খেলোয়াড়দের সৌদি আরবে পাঠনো হবে৷ কিন্ত্ত তা করা সম্ভব হয়নি৷ প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দুই ভাগে খেলোয়াড়দের বিমানে পাঠানো হবে৷ পরবর্তী সময়ে একই সঙ্গে খেলোয়াড়দের পাঠানো হয়েছে৷ ২৫ জনের দলে জায়গা হয়নি ইস্টবেঙ্গলের নন্দকুমারের৷ ডার্বি ম্যাচে চোট পেয়েছিলেন লালচুংনুঙ্গা৷ তিনিও দলে নেই৷

ভারতীয় দল: গোলকিপার– গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং ও বিশাল কাইথ৷ ডিফেন্ডার– আকাশ মিশ্র, মেহেতাব সিং, নিখিল পুজারী, রাহুল ভেকে, শুভাশিস বোস, আনোয়ার আলি, জয় গুপ্তা ও অময় রানাওয়াড়ে৷ মিডফিল্ডার– অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ, সুরেশ সিং, সাহার আবদুল সামাদ, জিকসন সিং, দীপক টাংরি, লালেংমাওয়াই রালতে ও ইমরান খান৷ ফরোয়ার্ড– ছাংতে, মনবীর সিং, বিক্রমপ্রতাপ সিং ও সুনীল ছেত্রী৷