• facebook
  • twitter
Friday, 27 December, 2024

রাজস্থান রয়্যালস জাম্পারের জায়গায় নিল কোটিয়ানকে

জয়পুর– তানুষ কোটিয়ানকে নিয়ে এবার নতুন করে কোনও খবর নেই৷ রনজি ট্রফিতে মুম্বইয়ের খেলার দিকে নজর রাখা সকলেই তাঁর সম্পর্কে সব কিছু জানেন৷ কোটিয়ান অফ স্পিনার হলেও ব্যাটের হাত খারাপ নয়৷ শেষ পর্ষন্ত তাঁকে দলে নিল রাজস্থান রয়্যালস৷ চটজলদি এর বাইরে আর কিছু করার ছিল না৷ কারন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা হঠাৎ করে ব্যক্তিগত কারন

জয়পুর– তানুষ কোটিয়ানকে নিয়ে এবার নতুন করে কোনও খবর নেই৷ রনজি ট্রফিতে মুম্বইয়ের খেলার দিকে নজর রাখা সকলেই তাঁর সম্পর্কে সব কিছু জানেন৷ কোটিয়ান অফ স্পিনার হলেও ব্যাটের হাত খারাপ নয়৷ শেষ পর্ষন্ত তাঁকে দলে নিল রাজস্থান রয়্যালস৷ চটজলদি এর বাইরে আর কিছু করার ছিল না৷ কারন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা হঠাৎ করে ব্যক্তিগত কারন দেখিয়ে সরে যেতে মুশকিলে পড় রাজস্থান৷ কাকে নিয়ে জায়গা ভরাট করবে! বেশি সময় হাতে না থাকায় তারা কোটিয়ানকে দলে নিলেন৷ তবে কোটিয়ান কটা ম্যাচ খেলার সুযোগ পাবেন, তা নিয়ে সন্দেহ আছে৷ গত মরশুমে জাম্পাও সব ম্যাচ খেলতে পারেননি৷ কারন দলে আছেন ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল৷ প্রথম একাদশে মোটামুটি তাঁরাই থাকেন৷ জাম্পা গত মরশুমে খেলেছিলেন মাত্র ছটি ম্যাচ৷ তাই রাজস্থানের বড় ক্ষতি হয়ে গিয়েছে একথা বলা যাবে না৷ জায়গা ভরাট করতে কোটিয়ানকে নিয়ে আসা খারাপ নয়৷ প্রয়োজনে তিনি দলে ঢুকলে খুব একটা পারফর্ম করবেন না৷