• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মাঠে নামার আগে মন্দিরে পুজো দিলেন লোকেশ রাহুল

লখনউ— আর মাত্র একদিন৷ আইপিএল ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে শুক্রবার থেকে৷ ইতিমধ্যেই সব দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে৷ ক্রিকেটাররা প্রস্ত্তত হচ্ছেন লড়াই করার জন্য৷ বুধবার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল যোগ দিলেন সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে৷ অবশ্য তার আগে তিনি মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান৷ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির পক্ষ থেকে যখন লোকেশ রাহুলকে ‘ফিট’

লখনউ— আর মাত্র একদিন৷ আইপিএল ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে শুক্রবার থেকে৷ ইতিমধ্যেই সব দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে৷ ক্রিকেটাররা প্রস্ত্তত হচ্ছেন লড়াই করার জন্য৷ বুধবার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল যোগ দিলেন সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে৷ অবশ্য তার আগে তিনি মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান৷ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির পক্ষ থেকে যখন লোকেশ রাহুলকে ‘ফিট’ বলে ঘোষণা করা হয়, তখনই তিনি মানসিক দিক দিয়ে প্রস্ত্তত হয়ে যান আইপিএল ক্রিকেটে ভালো খেলার জন্য৷ অবশ্য আইপিএল ক্রিকেটে খেলার জন্য তাঁকে কিছু শর্ত দেওয়া হয়েছে৷ লখনউ দল কোচ জাস্টিন ল্যাঙ্গারের প্রশিক্ষণে খেলোয়াড়রা বেশ কিছুদিন অনুশীলনে ব্যস্ত রয়েছেন৷ তাঁদের প্রথম ম্যাচ জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে৷ পুজো দিয়ে সোজাসুজি লোকেশ রাহুল চলে আসেন কোচ জাস্টিনের কাছে এবং দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গেও দেখা করেন৷ ইংল্যান্ডের বিরুদ্ধে লোকেশ রাহুলকে শেষবার খেলতে দেখা গিয়েছিল৷ প্রথম টেস্ট ম্যাচে তাঁর পেশীতে টান ধরে৷ তারপরে আর তিনি ভারতের হয়ে খেলতে নামেননি মাঠে৷

আইপিএল ক্রিকেটে ১১৮টি ম্যাচ খেলেছেন রাহুল৷ রান করেছেন ৪,১৬৩৷ একটি আইপিএলে ৬০০রও বেশি রান করার নজির গড়েছেন চারবার৷ চারটি শতরান করেছেন৷ ২০১৩ সালে প্রথমবার তিনি আইপিএল ক্রিকেট খেলেছেন৷ এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে ৩৩টি অর্ধশতরান রয়েছে৷ শতরানের তালিকায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির পরেই নাম রয়েছে লোকেশ রাহুলের৷ রাহুলকে আইপিএল ক্রিকেটে ছাড়পত্র দিলেও উইকেটরক্ষক হিসেবে খেলতে বারণ করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে৷ এনসিএ রাহুলকে ছাড় দিয়েছে৷ তাই, লখনউ দলে খেলার জন্য বুধবারই তিনি জয়পুরে উড়ে আসছেন৷ শোনা যাচ্ছে, প্রথম দিকে সেইভাবে ঝুঁকে বল করা বা ব্যাট করা বারণ করা হয়েছে রাহুলকে৷ তবে, কয়েকটা ম্যাচ পরে হয়তো উইকেটরক্ষক হিসেবে লোকেশ রাহুলকে দেখতে পাওয়া যেতে পারে৷ বর্তমানে বেশ কয়েকটা ম্যাচে লোকেশ রাহুলকে শুধু ব্যাটসম্যান হিসেবেই দেখতে পাওয়া যাবে৷ আসলে লোকেশ রাহুল দলের সঙ্গে থাকলে একটা ভরসা বলেই চিহ্নিত করা যায়৷