• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কেকেআর-রাজস্থান ম্যাচ ১৬ এপ্রিল ইডেনে

নিজস্ব প্রতিনিধি— জল্পনা আগেই ছিল৷ কথা হচ্ছিল ১৭ এপ্রিল ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ বাতিল হয়ে যেতে পারে৷ এক ভেনু্য বদলে যেতে পারে৷ না হলে ম্যাচের তারিখ বদলাতে পারে৷ আপাতত সেটাই হতে চলেছে৷ ১৭ এপ্রিলের বদলে ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ হবে ১৬ তারিখে৷ তার দুদিন আগে, ১৪ এপ্রিল কেকেআরকে একটি ম্যাচ খেলতে

নিজস্ব প্রতিনিধি— জল্পনা আগেই ছিল৷ কথা হচ্ছিল ১৭ এপ্রিল ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ বাতিল হয়ে যেতে পারে৷ এক ভেনু্য বদলে যেতে পারে৷ না হলে ম্যাচের তারিখ বদলাতে পারে৷ আপাতত সেটাই হতে চলেছে৷ ১৭ এপ্রিলের বদলে ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ হবে ১৬ তারিখে৷ তার দুদিন আগে, ১৪ এপ্রিল কেকেআরকে একটি ম্যাচ খেলতে হবে৷ তারপর ৪৮ ঘন্টার মধ্যে আবার মাঠে নামতে হবে শ্রেয়াস আইয়ারদের৷ এই গরমে একদিনের ফারাকে দুটি ম্যাচ খেলা কঠিন ব্যাপার৷ কিন্ত্ত করার কিছু নেই৷ এখন বাধ্য হয়ে মাঠে নামতে হচ্ছে কেকেআরকে৷ আসলে সমস্যা দাঁডি়য়েছিল রান নবমীর জন্য নিরাপত্তা ঠিকভাবে দেওয়া সম্ভব নয়৷ একই সঙ্গে আবার লোকসভা নির্বাচনের তারিখও পডে় গিয়েছে৷ বোর্ড এ ব্যাপারে সিএবি-র সঙ্গে কথা বলে৷ বাংলার ক্রিকেট কর্তারা যোগাযোগ করেন পুলিশের সঙ্গে৷ তাদের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে ১৭ এপ্রিল কিছুতেই ম্যাচ করা যাবে না৷ কিন্ত্ত ম্যাচ একদিন আগে নিয়ে এলে পুলিশের কোনও অসুবিধা নেই৷ একথা জানার পর সিএবি যোগাযোগ করে বোর্ডের সঙ্গে৷ বোর্ডকে পুরো ব্যাপারটি জানিয়ে দেওয়া হয়৷ বোর্ডের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে সিএবি৷ তাই এখন ঠিক হয়েছে যে ১৬ এপ্রিল ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি হবে৷ এই কারনে আরও একটি ম্যাচের দিন বদলাতে হয়েছে৷ ১৬ এপ্রিল গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা ছিল৷ ইডেনে যেহেতু ১৬ এপ্রিল ম্যাচ হচ্ছে তাই দিল্লির ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হবে৷ সেই কারনে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের ম্যাচটি হবে ১৭ এপ্রিল৷