• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

অলিম্পিক্সে ঝুড়ি ঝুড়ি বিতর্ক

প্যারিস: শুধু অলিম্পিক্সে নয়, যে কোনও প্রতিযোগিতায় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা যুদ্ধ লেগেই থাকে৷ ঠিক যেমন ভারত ও পাকিস্তানের খেলা থাকলেই উত্তেজনার পারদ কোথায় গিয়ে পৌঁছয়, তা আঁচ করা যায় না৷ অলিম্পিক্স গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যিনি ঘোষণায় ছিলেন, তিনি দক্ষিণ কোরিয়াকে পরিচিত করলেন উত্তর কোরিয়া বলে৷ অলিম্পিক্স গেমসকে বলা হয়, দ্য গ্রেটেস্ট

প্যারিস: শুধু অলিম্পিক্সে নয়, যে কোনও প্রতিযোগিতায় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা যুদ্ধ লেগেই থাকে৷ ঠিক যেমন ভারত ও পাকিস্তানের খেলা থাকলেই উত্তেজনার পারদ কোথায় গিয়ে পৌঁছয়, তা আঁচ করা যায় না৷ অলিম্পিক্স গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যিনি ঘোষণায় ছিলেন, তিনি দক্ষিণ কোরিয়াকে পরিচিত করলেন উত্তর কোরিয়া বলে৷ অলিম্পিক্স গেমসকে বলা হয়, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ৷ সেই অলিম্পিক্স অনুষ্ঠানে এই ধরনের ঘটনা অবশ্যই অন্যভাবে দেখতে হয়৷ যখন শ্যেন নদীর উপরে অভিনব উদ্বোধনী অনুষ্ঠানে নৌকা করে প্যারেড করলেন, বিভিন্ন দেশের প্রায় সাত হাজার অ্যাথলিট৷ সেই সময় এই বিপত্তি হয়৷ দক্ষিণ কোরিয়াকে মাইকে বলা হল ফরাসি ভাষায় উত্তর কোরিয়া বলে৷ আবার ইংরেজিতে তর্জমা করার সময় একইভাবে চিহ্নিত করা হল৷

কোরিয়ার ক্রীড়ামন্ত্রী এই ঘটনায় হতাশা প্রকাশ করেন৷ অলিম্পিক্স আয়োজকদের এই বিরাট ভুলের জন্য হইচই পড়ে যায়৷ অবশ্য অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, এই দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয়৷ সবসময় যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে৷ অলিম্পিক্স গেমসের বোধনেই একেবারে কূটনৈতিক সংঘাত তৈরি হয়েছে৷ আবার অলিম্পিক্সের অনুষ্ঠানে লিওনার্দো দ্য ভিঞ্চি যে ছবি এঁকেছিলেন সেই ফ্রেমের আদলই ফুটিয়ে তোলা হয়েছে স্টেডিয়াম৷ কিন্ত্ত সেখানে যিশুর পরিবর্তে এক মহিলাকে দেখানো হয়েছে তাঁর মাথার পিছনে রুপোলি শিরোপা, যা জ্যোতির্বলয়কেই ইঙ্গিত করেছে বলে মত৷ পাশাপাশি, এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, সারা শরীরে নীল রং৷ কেবল ফুল ও ফলের একটি স্ট্রিং দিয়ে মাথা ও কোমর ঢাকা৷ তিনি যেন ‘লাস্ট সাপার’ পরিবেশিত খাদ্য৷ এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভের সঞ্চার তৈরি হয়৷ বহু নেটিজেনই একে ক্যাথলিক খ্রিস্টানদের অপমান বলে দাবি করেছেন৷ তবে, অলিম্পিক্স কমিটির দাবি এটি জনসচেতন বাড়ানোর লক্ষ্যেই এমন একটা ব্যাঙ্গাত্মক দেখানো হয়েছে৷

উদ্বোধনী অনুষ্ঠানে শ্যেন নদীর উপরে ভাসমান মঞ্চে তেরঙ্গা পতাকা হাতে ভারতের ৭৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন৷ কিন্ত্ত পতাকাধারী ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়৷ ভারতের থেকে মোট ১১৭ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন৷ জাতীয় পতাকা হাতে ছিল পিভি সিন্ধু ও শরৎ কমলের৷ পিভি সিন্ধু পরেছিলেন সাদা শাড়ী আর শরৎ কমল পরেছিলেন কুর্তা ও পাজামা৷ তার উপরে ছিল জহর কোট৷ তাঁদের পোশাকের রং ছিল গেরুয়া ও সবুজের ছোঁয়া৷ সিন্ধুর শাড়ী নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়৷ অনেকেই প্রশ্ন তুলেছেন ভারতের সংস্কৃতির প্রতিনিধিত্ব করার মতো কোনও বৈশিষ্ট্যই নেই৷ এখন সাদামাটা ডিজাইনে শাড়ী কেন তৈরি করা হয়েছিল, এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে৷ অনেকেই বলেছেন, মুম্বই শহরে এই ধরনের শাড়ী ২০০ টাকায় কিনতে পাওয়া যায় রাস্তায়৷