লখনউ দলের মেন্টর জাহির খান

আইপিএল ক্রিকেটে সেরা উপহার দেবার জন্য এখন থেকেই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বিশেষ পদক্ষেপ নিয়েছেন। সেই কারণেই সব চেয়ে আগে দলের মেন্টর হিসাবে তিনি দায়িত্ব দিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার জাহির খানকে। জাহির খানকে নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা রকম জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাই এবারে সত্যি হল। জাহির খান শুধু মেন্টর নন তিনি দলের বোলিং কোচের ভূমিকাও পালন করবেন। জাহির খানের নাম ঘোষণার পরেই সঞ্জীব গোয়েঙ্কা দল গঠন নিয়ে আলোচনায় বসেছিলেন। তিনি প্রথমেই জাহিরকে জানান ক্রিকেট বলতে টিম গেম।

তারপরেই জাহির খান বলেন, দলের প্রয়োজনীয় সবকিছু আমাকে দেখতে হবে। আইপিএল প্রায় ১৭-১৮ বছর চলছে সেখানে মাত্র ৩ বছরের মধ্যে লখনউ দল দু’বার প্লেঅফ খেলেছে। তাই আমার প্রথম কাজ হবে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আর সেটা কিভাবে করা যায় তা সবার সঙ্গে বসে আলোচনার মাধ্যমেই প্রয়াস নিতে হবে।

ইতিমধ্যেই লোকেশ রাহুলকে নিয়ে আলোচনায় বসেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএল নিলামের আগেই লোকেশ রাহুলের সঙ্গে এই কথা বলার অর্থই তিনি লখনউ দলে খেলার জন্য প্রস্তুতি নিতে চলেছে। সঞ্জীব গোয়েঙ্কা আরও জানিয়েছেন, এখনই পুরো দল গঠন করা না হলেও কিছু কিছু খেলোয়াড়ের নাম আমাদের ভাবনার মধ্যে রয়েছে। দল গঠন হবার পরেই অধিনায়কের নাম ঘোষণা করা হবে। হাতে এখনও ৩ মাস সময় আছে তা ভেবেচিন্তেই পরিকল্পনা গ্রহণ করা হবে।