বুধবার থেকে শুরু হয়ে গেল। প্রথম ম্যাচেই মুখোমুখি হয় আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম শতরান করলেন উইল ইয়ং। শতরান পেয়েছেন টম ল্যাথামও। জোড়া শতরানে নিউজিল্যান্ড রানের পাহাড় গড়ল। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩২০ রান করল।
উইল ইয়ং ১১৩ বলে ১০৭ রান করেন। ১২টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা দূরে সরিয়ে রেখে সেঞ্চুরি করলেন ইয়ং।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শতরান করলেন ইয়ং। কেন উইলিয়ামসন ২০১৭ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ রান করেছিলেন। তার পরে উইল ইয়ংয়ের এদিনের শতরান। ল্যাথামের এটি অষ্টম ওয়ানডে শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস পর সেঞ্চুরি পেলেন ল্যাথাম। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ১৪ ওভারে ২ উইকেটে ৪১ রান করেছে।