• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভিনেশের সমালোচনায় যোগেশ্বর

অলিম্পিক্সেও নিজের দোষ ঢাকতেই ষড়যন্ত্রের অভিযোগ করেছে বার বার ভিনেশ। আমি ওর জায়গায় থাকলে অবশ্যই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিজের দেশের মাটিকে স্পর্শ করতাম।

প্যারিস অলিম্পিক্স গেমসে ভারতের পয়লা নম্বর মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাত ৫০ কেজি ইভেন্টে ফাইনালে উঠেও বাতিল হতে হয়েছে বেশি ওজন হওয়ার কারণে। তারপরেই তিনি হতাশ হয়ে নানা রকম মন্তব্য ছুঁড়েছেন। অন্যান্য কুস্তিগিররা তাঁকে সমর্থন করলেও অপর কুস্তিগির যোগেশ্বর দত্ত জোর গলায় বলেছেন, কোনও ভাবেই ভিনেশের কান্নাকে সমর্থন করা সম্ভব নয়। যতই অভিযোগের কথা বলা হোকনা কনে তাঁর উচিত ছিল দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া।

ভিনেশ ফোগাতের পাশে পেয়েছিলেন বজরং পুনিয়া ও সাক্ষী মালিকের মতো অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরদের। এ বার অলিম্পিক্সে পদকজয়ী আর এক কুস্তিগির যোগেশ্বর দত্তের নিশানায় তিনি।

যোগেশ্বর মনে করেন, “ভিনেশ দেশের একটা খারাপ আবহাওয়া তৈরি করেছিল। ভুল বুঝিয়ে মানুষকে আন্দোলনে শামিল করেছিল। অলিম্পিক্সেও নিজের দোষ ঢাকতেই ষড়যন্ত্রের অভিযোগ করেছে বার বার ভিনেশ। আমি ওর জায়গায় থাকলে অবশ্যই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিজের দেশের মাটিকে স্পর্শ করতাম।