অস্ট্রেলিয়া সফরে ভারতের দুরন্ত ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের উপর সবার নজর রয়েছে। সিরিজে পাঁচটি ইনিংসের মধ্যে তিন বার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। তাই মেলবোর্নে নামার আগে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি।
পার্থে প্রথম টেস্টে শতরান করে নজর কেড়েছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু সিরিজের বাকি ইনিংসগুলিতে তেমন রান পাননি তিনি। পাঁচটি ইনিংসের মধ্যে তিন বার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী। তার মধ্যে দু’বার শূন্য রানে। এক বার ৪ রানে। তাই মেলবোর্নে নামার আগে স্টার্ককে সামলাতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন যশস্বী।
মঙ্গলবার মেলবোর্নে অনুশীলন করে ভারতীয় দল। অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরেও নেট ছাড়েননি যশস্বী। বাকি সকলে ফিরে গেলেও তিনি ব্যাট করেন। বাঁহাতি থ্রো-ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাট করেন যশস্বী। তাঁকে প্যাড লক্ষ্য করে বল করতে বলেন যশস্বী। কারণ, স্টার্কের ফুল লেংথের বলেই তিন বার আউট হয়েছেন যশস্বী। সেই লেংথে যাতে পরের টেস্টে সমস্যা না হয়, তারই প্রস্তুতি সেরেছেন তিনি। দলের অনুশীলন শেষ হওয়ার অনেকক্ষণ পরে নেট ছাড়েন তিনি। অনুশীলন চলাকালীন কখনও গৌতম গম্ভীর, কখনও আবার বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা যায় যশস্বীকে।
স্টার্কের বলে ব্রিসবেনে যশস্বী যে ভাবে আউট হয়েছিলেন তা মেনে নিতে পারেননি সুনীল গাভাসকার। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “এটা কোনও শট হল! প্রতিপক্ষ ৪৪৫ রান করেছে। ওপেন করতে নেমে কয়েকটা বল তো ওর খেলা উচিত ছিল। যে বলটা ও ফ্লিক করার চেষ্টা করেছে সেটা ওই লেংথের বলই ছিল না। ওকে আরও পরিণত হতে হবে।”
মেলবোর্নে যশস্বীর অনুশীলন থেকে পরিষ্কার, স্টার্ককে আলাদা গুরুত্ব দিচ্ছেন তিনি। যাতে আগামী দুই টেস্টে স্টার্কের বল খেলতে তাঁর সমস্যা না হয়, সেই প্রস্তুতিই সারছেন তিনি। স্টার্ক যাতে কোনও অসুবিধার মধ্যে না ফেলতে পারেন সেই জন্য যশস্বী সতর্ক থাকতে চাইছেন।