চোটের কারণে এক মাস মাঠের বাইরে ইয়ামাল

ফাইল চিত্র

বার্সেলোনা— সেই অর্থে ইয়ামালের চোট গুরুতর নয়। পরীক্ষায় শেষে চিকিৎসকরা জানিয়েছেন এক মাসের মধ্যে তিনি মাঠে নামতে পারবেন না ১৭ বছরের স্ট্রাইকার।

ঘরের মাঠে টানা দু’ম্যাচ হারের পর আবার ধাক্কা বার্সেলোনার। লিগামেন্টে চোট পেলেন লামিনে ইয়ামাল। গত শনিবার লেগানেসের বিরুদ্ধে ম্যাচে তিনি ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছিলেন।

খারাপ খবরের মধ্যেই রয়েছে স্বস্তিও। ইয়ামালের খুব গুরুতর নয়। তবে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে তাঁর মাঠে ফিরতে। ফলে চলতি বছরে তাঁর আর মাঠে নামার সম্ভাবনা নেই। আগামী কয়েকটি ম্যাচে আক্রমণের অন্যতম ভরসাকে ছাড়াই দল সাজাতে হবে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিককে। চোটের জন্য ইয়ামাল আগামী শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলতে পারবেন না।


এ ছাড়া আগামী জানুয়ারিতে লা লিগার চতুর্থ ডিভিশনের ক্লাব বারবাস্ট্রোর বিরুদ্ধে কোপা দেল রের ম্যাচেও ইয়ামালকে পাবেন না বার্সেলোনা। সৌদি আরবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপের ম্যাচেও অনিশ্চিত। ইয়ামাল নিজেও বেশ কিছুটা হতাশ হয়ে পড়েছেন। মাঠে নামতে না পারার কি যে কষ্ট তা অনুভব করছেন তিনি। তিনিও চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব দলের হয়ে মাঠে নামতে।