• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঋদ্ধিমান অবসর নিতে চলেছেন বাংলার ম্যাচ খেলে

ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ শামি কবে মাঠে নামবেন তার উত্তর এখনও পাওয়া যাচ্ছে না। ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

ঋদ্ধিমান সাহা। ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ও বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা নিজেই জানিয়ে দিলেন এবারে রঞ্জি ট্রফি খেলবার পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন। সামনেই রয়েছে রঞ্জি ট্রফিতে বাংলার খেলা। ঘরের মাঠে বাংলা মুখোমুখি হবে কর্ণাটক ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে ঋদ্ধিমান খেলবেন। তবে এই দুটি ম্যাচে বাংলা জিততে পারলে তাহলে নকআউট পর্যায়ে খেলবার ছাড়পত্র পাবে। যদি বাংলা নকআউটে না খেলতে পারে তাহলে ঘরের মাঠেই ক্রিকেট জীবনে শেষ ম্যাচটি খেলে নেবেন ঋদ্ধিমান সাহা।

এখানে উল্লেখ করা যেতে পারে বাংলার বেশ কিছু কর্মকর্তাদের উপরে অভিমান করে ঋদ্ধিমান খেলতে চলে গিয়েছিলেন ত্রিপুরায়। চলতি বছরেই তিনি আবার বাংলার টানে খেলতে চলে এসেছেন। তখনই তিনি বলে ছিলেন এই মরশুমটাই আমার ক্রিকেট জীবনের শেষ মরশুম। তিনি আরও বলেন, বাংলার হয়ে খেলাটা আমার কাছে বিরাট সম্মানের। বাংলার ক্রিকেট প্রেমীরা আমার পাশে সবসময়ই ছিলেন এবং থাকবেন। সেই কারণে অবসরের আগে শেষ ম্যাচটা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এমনকি আইপিএল ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঋদ্ধিমান। অন্য সূত্রে জানা গিয়েছে, বাংলা দলের হয়ে নুতন ভূমিকাতে তাঁকে কি দেখা যাবে। খুব সম্ভবত উইকেট কিপিং কোচ হিসাবে ঋদ্ধিমানকে বাংলা দলের সঙ্গে দেখা যাবে।

ঋদ্ধিমান সাহা কলকাতায় ফিরে আসার পরেই বাংলার ক্রিকেটের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন। এবারে সিএবি-র অনুমোদিত কালীঘাট ক্লাবের মেন্টার হিসাবে দায়িত্ব নিয়েছেন। তিনি চান কালীঘাট ক্লাব থেকে অতীতে যেমন নামী ক্রিকেটাররা উঠে এসেছেন। ঠিক সেইভাবে চলতি মরশুমে তরুণ প্রতিভাদের বাংলা দলে দেখতে চাই।

অন্যদিকে ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ শামি কবে মাঠে নামবেন তার উত্তর এখনও পাওয়া যাচ্ছে না। ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি এমনকি আইপিএল ক্রিকেটে গুজরাত টাইটান্সও তাঁকে ছেড়ে দিয়েছে। এমনকি ক’দিন আগে বাংলার শেষ দুটি রঞ্জি ম্যাচে তাঁর নাম নেই দলে। তাহলে কি টি-২০ টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসবেন শামি। আগামী নভেম্বর মাসের শেষের দিয়ে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেট শুরু হচ্ছে। বাংলার প্রথম খেলা ২৩ নভেম্বর পাঞ্জাবের বিরুদ্ধে। সেই ইভেন্টে কি শামিকে দেখা যাবে বাংলা দলের হেয় খেলতে?