শনিবার সিএবিতে এসে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর তিনি ভবিষ্যতে কোন রাজ্যের হয়ে খেলতে নামবেন সেটা তিনি পরিষ্কার জানিয়ে যাননি।
বলেছিলেন, অনেক রাজ্যের সঙ্গে কথাবার্তা চলছে তাঁর। পাশাপাশি আগে শোনা গিয়েছিল ঋদ্ধি নাকি ত্রিপুরা দলের ব্যাটসম্যানকাম মেন্টর হিসাবে যোগ দেবেন।
মঙ্গলবার এই জল্পনা আরও একবার উস্কে দিলেন ত্রিপুরা রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ঋদ্ধির সঙ্গে আগেও কথা বলেছি। আবারও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি।
আমাদের রাজ্যের হয়ে ঋদ্ধি খেলতে রাজি রয়েছে। সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি আমাদের দলের মেন্টর হিসাবেও কাজ করবে ও।
১৫ জুলাইয়ের মধ্যে চুক্তিপত্রে সই করবে ঋদ্ধিমান। দলের অধিনায়ক হবে কিনা সেটা ঠিক হয়নি। তবে ওর উপস্থিতি আমাদের দলের ক্রিকেটে অনেক অভিজ্ঞতা বাড়াবে তা নিশ্চিত।