নিজস্ব প্রতিনিধি— বাংলার ক্যারাটেকে বিশ্ব দুনিয়ায় পেঁৗছে দেবার জন্য সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন প্রেমজিৎ সেন৷ তাঁর অদম্য প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমে বাংলার ক্যারাটে এখন নতুন অধ্যায় রচনা করেছে৷ ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিৎ সেন সম্প্রতি নতুন সম্মানে সম্মানিত হয়েছেন৷ ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের পক্ষ থেকে হানসি প্রেমজিৎ সেনকে অষ্টম ডান ব্ল্যাক বেল্ট-এ সম্মানিত করা হয়৷ ফেডারেশন জানিয়েছে প্রেমজিৎ-এর অসাধারণ অবদানের জন্য সম্মান জানানো হয়েছে৷ বাংলা থেকে এই প্রথম সম্মান পেলেন প্রেমজিৎ সেন৷ এই সম্মানকে অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি৷
হানসি প্রেমজিৎ সেন বাংলার ক্যারাটেকে জনপ্রিয়তার শিখরে পেঁৗছে নিয়ে গেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ তিনি ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেসনের যুগ্ম সচিব৷ বেঙ্গল অলিম্পিকের অনুমোদিত ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল৷ এই সম্মান পাওয়ার পরে প্রেমজিৎ সেন বলেছেন বাংলার ক্রীড়াপ্রেমিদের উৎসাহ এবং তাঁদের সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যাবার সাহস দিয়েছে৷ আমি সব সময় চিন্তা করি বাংলার ক্যারাটেকে কিভাবে আন্তর্জাতিক স্তরে আরও বেশি করে পেঁৗছে দেওয়া যায়৷