মুম্বই– এবারের টি২০ বিশ্বকাপের দল বাছাইয়ে জুনিয়র ক্রিকেটারদের দিকে নজর থাকবে নির্বাচকদের৷ এপ্রিল শেষ সপ্তাহে দল বাছাই হবে৷ তার আগে আইপিএলের বিভিন্ন ম্যাচ দেখে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম নোট বুকে টুকে রাখছেন৷ তাঁদের মধ্যে অন্যতম রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ৷ পরাগের পরিসংখ্যান দেখলে কেউ একেবারে উডি়য়ে দিতে পারবেন না৷ মঙ্গলবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁর ইনিংস মুগ্ধ করেছে সুনীল গাভাসকারকে৷ তাঁর ট্র্যাক রেকর্ড দেখে বিস্মিত গাভাসকার৷ তিনি অবাক পরাগের শেষ ১৫ ম্যাচে ১০টি হাফ সেঞ্চুরির খরব শুনে৷ এটাই শেষ নয়, এবারের আইপিএলে রাজস্থানের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি আছে পরাগের৷ শেষ ১৫ ম্যাচে ১০টি হাফ সেঞ্চুরি সহ পরাগের রান ৭৭১৷ ব্যাটিং গড় ৯০৷ স্ট্রাইক রেট ১৭০.৭৷ এর থেকে প্রমান হয় যে এই ফরম্যাটে পরাগ কতটা ভয়ঙ্কর৷ গুজরাটের বিরুদ্ধে তাঁর ইনিংস দেখে মুগ্ধ গাভাসকার বলেন, যে ক্রিকেট ও খেলছে, তারপর নির্বাচকদের নজর ওর দিকে থাকতে বাধ্য৷ সামনেই টি২০ বিশ্বকাপের দল নির্বাচন৷ আমি নিশ্চিত ওকে নিয়ে নির্বাচকরা বেশ কিছু সময় নষ্ট করবে৷ দল বাছাইয়ের আগে আরও বেশ কিছু ম্যাচ পাবে পরাগ৷ এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো দারুন কোনও খবর ওর কাছে চলে আসতে পারে৷
এখনও ২৩ বছর হয়নি পরাগের৷ তাঁর খেলার উন্নতির পিছনে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারার অবদান অনেকটাই৷ তিনি এখন রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর৷ তাই দলের সকলের দিকে তাঁর আলাদা নজর রয়েছে৷ সঙ্গাকারার পরামর্শে পরাগ অসমের হয়ে রনজিতে প্রায় সব ম্যাচ খেলেছেন৷ সেই সব ম্যাচে কীভাবে খেলতে হবে, তা-ও আগে ভাগে পরাগকে জানিয়ে দিয়েছিলেন সঙ্গাকারা৷ পরাগ বলেছেন, তাঁর কথা শুনে আমি নিজেকে নতুন ভাবে গডে় তালার চেষ্টা করেছি৷ মাথা থেকে অনেক কিছু সরিয়ে শুধু খেলার দিকে নজর দিয়েছি৷ তাই হয়তো এখন আমার ব্যাটিং আগের থেকে অনেক ভাল হচ্ছে৷ আমি বড় রান পাচ্ছি৷ চেষ্টা চালিয়ে যাব এভাবে খেলে দলকে ভাল জায়গায় নিয়ে যেতে৷ রাজস্থান রয়্যালস এখন ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন বলা যেতে পারে৷ যশ্বসী জয়সওয়াল, ধ্রুব জুরেলের পর পরাগকে নিয়ে আলোচনা চলছে৷ সেটা শুধুমাত্র সঙ্গাকারার জন্যই সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে৷