• facebook
  • twitter
Tuesday, 15 April, 2025

ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট

পাকিস্তান বনাম বাংলাদেশ, পাকিস্তান বনাম ইংল্যান্ড ও বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের খেলা ছিল। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের একাধিক ম্যাচ ইডেনে।

ফাইল চিত্র

ভারতের মাটিতে আবার টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের বেশ কিছু খেলা ইডেন উদ্যানে দেখতে পাওয়া যাবে। এর আগে ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ সহ পাঁচটি খেলা হয়েছিল ইডেন উদ্যানে। ভারত এখানে একটি ম্যাচ খেলেছিল।

এ ছাড়া পাকিস্তান বনাম বাংলাদেশ, পাকিস্তান বনাম ইংল্যান্ড ও বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের খেলা ছিল। তবে ২০২৬ সালের  টি-টেয়েন্টি বিশ্বকাপের একাধিক ম্যাচ ইডেন পেতে চলেছে। আশা করা যাচ্ছে তিনটি ম্যাচ হবে ইডেনে। তবে কোন খেলাগুলি হবে তা চূড়ান্ত করা হয়নি। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই প্রতিযোগিতায় আয়োজন করবে হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান হয়তো খেলত না ভারতের মাটিতে। তাই পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়।

আবার চলতি বছর ভারতে হবে মেয়েদের বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে বিশাখাপত্তনমে। এই খবর দিয়ে বিসিসিআই এপেক্স কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচটি ভিন্ন জায়গায় খেলা হবে। সম্ভাব্য ভেনুগুলির মধ্যে রয়েছে মুল্লানপুর, ইন্দোর, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটি।