মুম্বই— মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট সূচি ঘোষণা করা হয়ে গেল৷ যখন ভারতের মাটিতে আইপিএল ক্রিকেট চলছে, তারই মাঝে এশিয়া ক্রিকেট কাউন্সিল মহিলাদের এশিয়া কাপের সূচি প্রকাশ করে দিল৷ চলতি বছরে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১৯ জুলাই থেকে৷ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৮ জুলাই৷ এবারের এশিয়া কাপ হবে শ্রীলঙ্কার ডাম্বুলায়৷ মহিলাদের এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার আটটি দেশ অংশগ্রহণ করছে৷ আটটি দেশকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ গ্রুপ ‘এ’-তে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ভারত৷ ভারতীয় গ্রুপে অন্য দলগুলি হল পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী৷ গ্রুপ ‘বি’তে চারটি দল রয়েছে৷ দলগুলি হল বাংলাদেশ, মালয়েশিয়া, তাইল্যান্ড ও আয়োজক শ্রীলঙ্কা৷ গতবার প্রতিযোগিতা হয়েছিল ২০২২ সালে৷ সেবারে সাতটি দেশ অংশগ্রহণ করেছিল৷
এশিয়া কাপের সাতবারের চ্যাম্পিয়ন ভারত প্রথম ম্যাচেই মাঠে নামবে ১৯ জুলাই৷ তাদের বিরুদ্ধে খেলবে সংযুক্ত আরব আমিরশাহী৷ প্রতিদিন দু’টি করে খেলা৷ টি-টোয়েন্টি ফরম্যাটে সব খেলা হবে৷ চলতি বছরে সেপ্টেম্বর-অক্টোবর মাসে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে৷ সেই কারণে এই প্রতিযোগিতায় সব দলের পাখির চোখ থাকবে বিশ্বকাপের দিকে৷ ২১ জুলাই ভারত-পাকিস্তান মুখোমুখি হবে৷ গ্রুপ ম্যাচে ভারতের শেষ খেলা ২৩ জুলাই৷ প্রতিপক্ষ নেপাল৷ দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে৷ দু’টি সেমিফাইনাল ম্যাচ হবে ২৬ জুলাই৷ আর ২৮ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে৷