• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ইডেনে শাহরুখের সঙ্গে দেখা হতেই যশস্বী আপ্লুত

নিজস্ব প্রতিনিধি— ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে কিছু সময়ের জন্য মুখোমুখি হবেন৷ সেই স্বপ্ন পূরণ হয়ে গেল কলকাতার ইডেন উদ্যানে৷ গত সোমবার ইডেন উদ্যানে প্রথম অ্যাওয়ে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল যশস্বী জয়সওয়ালের রাজস্থান রয়্যালস৷ রাজস্থানের বিরুদ্ধে প্রথমে নেমে কেকেআর ২০ ওভারে ২২৩ রান করে৷

নিজস্ব প্রতিনিধি— ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে কিছু সময়ের জন্য মুখোমুখি হবেন৷ সেই স্বপ্ন পূরণ হয়ে গেল কলকাতার ইডেন উদ্যানে৷ গত সোমবার ইডেন উদ্যানে প্রথম অ্যাওয়ে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল যশস্বী জয়সওয়ালের রাজস্থান রয়্যালস৷ রাজস্থানের বিরুদ্ধে প্রথমে নেমে কেকেআর ২০ ওভারে ২২৩ রান করে৷ তার জবাবে রাজস্থান ২০ ওভারে ২২৪ রান করে ম্যাচ জিতে যায়৷ আর এই ম্যাচ জেতার পিছনে প্রথম কাজটি করেন যশস্বী জয়সওয়াল৷ আর তারপরে আসল কাজটি সেরে ফেলেন যশ বাটলার৷ যশ বাটলারের শতরানের হাত ধরে রাজস্থানের এই জয় সহজ হয়ে যায়৷ জয়ী রাজস্থান দলের যশস্বী জয়সওয়ালের দীর্ঘদিনের ইচ্ছে ছিল শাহরুখ খানের সঙ্গে কিছু কথা বলবেন৷ সেই ইচ্ছা পূরণ হল যখন খেলার শেষে রাজস্থান শিবিরে এসে শাহরুখ খান খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে আসেন, তখন৷ যশস্বীর সঙ্গে যখন শাহরুখ পরিচিত হন, তখন অবাক হয়ে যান তিনি৷ কিছুক্ষণ পরে দেখা যায় শাহরুখ এগিয়ে এসে যশস্বীকে পিঠ চাপড়ে দিচ্ছেন৷ শুধু তাই নয়, তিনি বুকে জড়িয়ে নেন৷ আবার কানে কানে কী যেন কথা বলেন যশস্বীর সঙ্গে শাহরুখ৷ এমনকি জড়িয়ে ধরে ছবিও তোলেন৷ যশস্বী যখন শাহরুখের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁর শরীরী ভাষা অন্য অনুভূতি তৈরি হয়েছিল৷ তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, সত্যিই কি তিনি শাহরুখের সঙ্গে কথা বলছেন!

কেকেআরের খেলা দেখতে এসেছিলেন ইডেন উদ্যানে শাহরুখ খান৷ ম্যাচের বেশির ভাগ সময়টাই দাপট দেখিয়েছিল কলকাতা৷ তখন গ্যালারিতে থেকে চিৎকার করছিলেন জিতবে কে! কেকেআর আবার কে! শেষ পর্যন্ত কেকেআরকে হারতে হয়েছিল৷ খেলার শেষে তিনি হতাশ হয়ে গ্যালারিতে বসে পড়েছিলেন৷ তারপরেই শাহরুখ গ্যালারি থেকে নেমে সবার সঙ্গে কথা বলেন৷ এমনকি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেছেন, চিন্তা করতে হবে না, আবার আমরা জয়ের সরণিতে ফিরব৷