• facebook
  • twitter
Sunday, 23 March, 2025

আইপিএলে মাইক হাতে নতুন ইনিংস উইলিয়ামসনের

২০২৩ সালে গুজরাত দল কেন উইলিয়ামসনকে নিলেও চোটের কারণে তিনি খেলতে পারেননি। গতবছর খেলেছেন মাত্র দু’টি ম্যাচ।

ফাইল চিত্র

আইপিএল ক্রিকেটে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন কোনও দল পাননি। নিলামের টেবিলে তিনি অবিক্রিতই থেকে গিয়েছিলেন। কিন্তু তাই বলে তিনি আইপিএল ক্রিকেট থেকে দূরে থাকবেন, তা হয় না।

ক্রিকেট ব্যাট হাতে নিয়ে হয়তো তিনি মাঠে নামছেন না, কিন্তু আইপিএলে প্রতিটি খেলায় ধারাভাষ্য দেওয়ার জন্য কেন উইলিয়ামসন ডাক পেলেন। এবারে আইপিএল ক্রিকেটে বিভিন্ন খেলার ধারাভাষ্য তালিকায় কেন উইলিায়মসনের পাশে বীরেন্দ্র সেহওয়াগ, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, জেবিডি ভিলিয়ার্স, অনিল কুম্বলের পাশে যে নামটা সবচেয়ে উজ্জ্বল মুখ হিসেবে চিহ্নিত হবে তিনি হলেন সুনীল গাভাসকার।

কেন উইলিয়ামসনের ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে। এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২১ সালে আইপিএল ক্রিকেটে মাঝপথে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হয়েছিলেন তিনি। ২০২৩ সালে গুজরাত দল কেন উইলিয়ামসনকে নিলেও চোটের কারণে তিনি খেলতে পারেননি। গতবছর খেলেছেন মাত্র দু’টি ম্যাচ। যদিও তাঁর মধ্যে রয়েছে দু’টি আইপিএল খেতাব। সেই কারণেই এবারে মাইক হাতে নতুন ইনিংস খেলতে চলেছেন কেন উইলিয়ামসন

News Hub