• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

হুগো বুমোস কি ওড়িশায় খেলবেন!

নিজস্ব প্রতিনিধি— মোহনবাগান সুপার জায়ান্টস দলের মাঝমাঠের তারকা ফুটবলার হুগো বুমোসকে ওড়িশা এফসি প্রস্তাব দিল৷ গত আইএসএল ফুটবলে মোহনবাগান দলের অপরিহার্য খেলোয়াড় থাকলেও বুমোসকে সেইভাবে খেলানো হয়নি জনি কাউকে চলে আসার পরে৷ তবে মোহনবাগান কর্মকর্তারা ভাবছেন এএফসি কাপ ফুটবল প্রতিযোগিতা পর্যন্ত বুমোসকে রেখে দেওয়া৷ চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি৷ বুমোস সেই ভাবে খেলার সুযোগ পাননি

নিজস্ব প্রতিনিধি— মোহনবাগান সুপার জায়ান্টস দলের মাঝমাঠের তারকা ফুটবলার হুগো বুমোসকে ওড়িশা এফসি প্রস্তাব দিল৷ গত আইএসএল ফুটবলে মোহনবাগান দলের অপরিহার্য খেলোয়াড় থাকলেও বুমোসকে সেইভাবে খেলানো হয়নি জনি কাউকে চলে আসার পরে৷ তবে মোহনবাগান কর্মকর্তারা ভাবছেন এএফসি কাপ ফুটবল প্রতিযোগিতা পর্যন্ত বুমোসকে রেখে দেওয়া৷ চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি৷ বুমোস সেই ভাবে খেলার সুযোগ পাননি বলে দল ছাড়তে চান৷ ফরাসি এই মাঝমাঠের ফুটবলার বুমোসের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকায় মোহনবাগান যদি ছেড়ে দেয়, তাহলে আর্থিক দিক থেকে ভালো ক্ষতি হবে৷ বুমোস স্বেচ্ছায় ছাড়লে আর্থিক দিক থেকে বিশেষ ক্ষতি হবে না৷ এদিকে ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল দলের প্রতি বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপ কোনওভাবে দায়িত্ব নিতে চাইছে না৷

আগামী বছর থেকে ইস্টবেঙ্গল মহিলা দলকে স্পনসর করবে শ্রাচি গ্রুপ৷ গত বছর ইমামি গ্রুপ লাল-হলুদ মহিলা দলকে স্পনসর করে সেইভাবে সাফল্যের মুখ দেখতে পায়নি৷ কন্যাশ্রী কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হলেও, অন্য কোনও প্রতিযোগিতায় সাফল্য আসেনি৷ এমনকি বাংলাদেশ থেকে এক তারকা ফুটবলারকে নিয়ে আসাও হয়েছিল৷ তবুও সাফল্য আসেনি৷ ইতিমধ্যে শ্রাচি গ্রুপ আইএফএ’র সঙ্গে তিন বছরের জন্য গাঁটছড়া বেঁধেছে৷ তারা লিগ, আইএঅফএ শিল্ড ও ফুটসনকে স্পসন করবে৷ এমনকি এই সংস্থা প্রো টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় একটা দলকে কিনেছে৷ হঠাৎই এই সংস্থা খেলার উন্নয়নে এগিয়ে এসেছে৷ তাদের এই আগ্রহ প্রকাশের ক্ষেত্রে কলকাতা ময়দানের এক সাংবাদিকের ভূমিকা রয়েছে৷

অন্যদিকে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচের টিকিট কেনা নিয়ে বিভ্রান্তি ক্রমেই বাড়ছে৷ বুধবার সন্ধ্যা থেকে অনলাইনে টিকিট কাটতে গিয়ে অনেকেই দেখেন সেখানে লেখা রয়েছে ‘সোল্ড আউট’৷ কীভাবে কয়েক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে৷ আবার ক্লাবগুলেকে আইএফএ টিকিট বিতরণ করবে, তা কবে থেকে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি৷