রোহিতের পরে কে? এই প্রশ্ন নিয়ে গুঞ্জন তুঙ্গে

মুম্বই– লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স৷ বিতর্ক আর বিপর্যয়ের মধ্যে দিয়েই শেষ হল মুম্বইয়ের অভিযান৷ রোহিত-রূপকথাও কি শেষ হয়ে গেল মুম্বইয়ে? নতুন বছর কি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাবেন হিটম্যান? তাঁকে ঘিরে একাধিক প্রশ্ন, কৌতূহল৷ মুম্বইয়ে রোহিতের ভবিষ্যৎ প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার বলেন, ‘আমার কাছে রোহিত নিজেই নিজের ভাগ্যনিয়ন্তা৷’

পরের মরশুমে মেগা নিলাম৷ কী হবে কেউ জানেন না৷ বাউচারও নন৷ তিনিও আশা-নিরাশার দোলাচলে৷ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেট কিপার দুভাগে ভাগ করছেন এবারের রোহিতের পারফরম্যান্স৷ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যান৷ লখনউয়ের বিরুদ্ধে একসময়ে কথা বলতে শুরু করেছিল তাঁর ব্যাট৷ কিন্ত্ত এই বছরটা বোধহয় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে নিরাশারই বছর৷

রোহিতকে নিয়ে যখন ধেয়ে আসছে একের পর এক প্রশ্ন, তখন প্রোটিয়া উইকেটকিপারও জিজ্ঞাসা করেছিলেন হিটম্যানকে, ‘এর পরে কী? হোয়াটস নেক্সট?’ বাউচার বলছেন, ‘আমার সঙ্গে রোহিত শর্মার কথা হয়েছিল৷ চলতি বছরের অবস্থা আমরা আলোচনা করি৷ আমি রোহিতকে জিজ্ঞাসা করেছিলাম, এর পরে কী? রোহিত বলেছিল, বিশ্বকাপ৷’ বিশ্বকাপ এখন পাখির চোখ রোহিত শর্মার কাছে৷ মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শেষ হয়ে যাওয়ায় রোহিত-হার্দিক-বুমরাহ-সূর্যকুমাররা যে বিশ্বকাপের উপর পুরোদস্তুর ফোকাস করবেন, তা বলাই বাহুল্য৷


বিশ্বকাপের দলঘোষণা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার৷ দু’ধাপে মার্কিন মুলুকে পৌঁছবে দল৷ ১ জুন ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে৷ ৫ তারিখ থেকে রোহিতের নেতৃত্বে বিশ্বকাপে নেমে পড়বে ভারত৷