কোচ গম্ভীরের প্রতি কি মোহভঙ্গ হচ্ছে

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে গৌতম গম্ভীরের সাফল্য সেইভাবে নজরে আসেনি। বরঞ্চ আইপিএল ক্রিকেটে কোচ ও মেন্টর হিসেবে গৌতম গম্ভীর অনেককেই ছাপিয়ে গেছেন। বিশেষ করে গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে সাফল্যের মুকুট শোভা পেয়েছিলেন। তারপরে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছুটা পিছিয়ে পড়তে হয়েছে গম্ভীরকে। আসলে আইপিএল ক্রিকেটের সঙ্গে জাতীয় দলের কোচ হওয়াটা তুলনা করা যাবে না।

ইতিমধ্যে কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে একাধিক লজ্জার রেকর্ড লেখা হয়ে গিয়েছে। যেমন ২৭ বছর বাদে দ্বিপাক্ষিক একদিনের সিরিজে হার মেনেছেন শ্রীলঙ্কার কাছে। এই প্রথমবার তিন ম্যাচের একদিনের সিরিজে তাঁর কোচিংয়ে ৩০টি উইকেট হারাতে হয়েছে ভারতকে। ৪৫ বছরের পরে একই ক্যালেন্ডারে একদেনর ক্রিকেটে কোনও জয় নেই ভারতের। ৩৬ বছর বাদে দেশের মাটিতে ভারতকে হার মানতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। আবার ১৯ বছর বাদে চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও টেস্ট ম্যাচ হারতে হল। ১২ বছর এবং ১৮টি সিরিজের পারে সিরিজ খোয়াতে হল নিউজিল্যান্ডের কাছে ভারতকে।

তারপরে নিউজিল্যান্ডের কাছে ভারতীয় দল হোয়াইটওয়াশ হওয়াতে সমালোচনার তীর ছুটছে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। এবার সমালোচনার মুখে পড়েছেন কোচ গৌতম গম্ভীর। প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী সমালোচনা করতে ছাড়েননি। তাইকী কোচ গৌতম গম্ভীরের প্রতি কি মোহভঙ্গ। বোর্ডের কর্মকর্তা ও নিবাচকরাও আলোচনায় বসবেন বলে মনে করা হচ্ছে।