• facebook
  • twitter
Tuesday, 15 April, 2025

এ কী কাণ্ড! আকাশে উড়ল লিভিংস্টোনের ব্যাট

খেলা চলাকালীন হঠাৎই দেখা গেল বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার উইলিয়াম লিভিংস্টোনের ব্যাট আকাশে উড়ছে। খেলোয়াড়ের হতে ব্যাট নেই। সবাই হতভম্ব!

শূণ্যে ভাসছে লিভিংস্টোনের ব্যাট।

আইপিএল ক্রিকেটে একের পর এক ঘটনা ঘটে, যা সবার মনে দাগ কেটে যায়। এমনই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটানস ম্যাচে। খেলা চলাকালীন হঠাৎই দেখা গেল বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার উইলিয়াম লিভিংস্টোনের ব্যাট আকাশে উড়ছে। খেলোয়াড়ের হতে ব্যাট নেই। সবাই হতভম্ব! এই অবাক কাণ্ড প্রত্যক্ষ করলেন দর্শকরা।

বেঙ্গালুরুর নবম ওভারে এই ঘটনাটি ঘটেছে। ইশান্ত শর্মা বল করছিলেন লিভিংস্টোনের বিরুদ্ধে। ইশান্তের অফ স্ট্যাম্পের ডেলিভারি থার্ড ম্যানে পাঠাতে গিয়ে তাঁর ব্যাট হাত থেকে বেরিয়ে যায়। লিভিংস্টোনের সেই ব্যাটটি আকাশ থেকে পড়ল মাটিতে। ব্যাট উড়ে গেছে এই ঘটনা আগেও ঘটেছে। যেমন যুবভারতী ক্রীড়াঙ্গণে ডবল উইকেট খেলতে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল। ব্যাট করার সময় হাত থেকে তাঁর ব্যাটটা ছিটকে গিয়েছিল। আইপিএল ক্রিকেটেও এমনই ঘটনা ঘটল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দৌড় থামিয়ে দেন গুজরাত টাইটানসের খেলোয়াড়রা ৮ উইকেটে ১৬৯ রানে। সেই রান তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। জস বাটলার ৩৯ বলে ৭৩ রানে অপরাজিত থেকে যান। তাঁর দুরন্ত ব্যাটের জন্য রাজস্থানের জয় সহজ হয়ে যায়। জস বাটলার দীর্ঘদিন খেলছেন রাজস্থান দলে। রাজস্থান দলের কর্মকর্তারা এবারে জস বাটলারকে মেগা নিলামে রাখেননি। কিন্তু ওই নিলামে গুজরাত টাইটানস ১৫.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে জস বাটলারকে।

সেই বাটলার বেঙ্গালুরুর বিরুদ্ধে ঝলসে উঠলেন। ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান সবাইকে চমক দিয়ে নিজের ফর্মে জ্বলে উঠলেন। তিনিই এখন গুজরাত দলের সবচেয়ে ভরসা।