• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের নামের উপর সিলমোহর পড়ার অপেক্ষা

মুম্বই— বেশ কয়েকদিন ধরেই আলোচনায় মুখর ছিল আগামী দিনে ভারতীয় দলের কোচ হিসেবে কাকে দেখা যাবে৷ কোচ হওয়ার জন্য বেশকিছু আবেদন পড়েছিল বিজ্ঞাপনের ভিত্তিতে৷ আবার এই বিজ্ঞাপন দেখে বেশকিছু ভুয়ো আবেদনপত্র বিসিসিআইয়ের দফতরে এসে পৌঁছেছিল৷ কিন্ত্ত সেই সব আবেদনপত্রকে কোনওভাবেই আমল দেওয়া হয়নি৷ তবে, আইপিএল ক্রিকেটে গৌতম গম্ভীরের সাফল্যে সবাই চাইছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে

মুম্বই— বেশ কয়েকদিন ধরেই আলোচনায় মুখর ছিল আগামী দিনে ভারতীয় দলের কোচ হিসেবে কাকে দেখা যাবে৷ কোচ হওয়ার জন্য বেশকিছু আবেদন পড়েছিল বিজ্ঞাপনের ভিত্তিতে৷ আবার এই বিজ্ঞাপন দেখে বেশকিছু ভুয়ো আবেদনপত্র বিসিসিআইয়ের দফতরে এসে পৌঁছেছিল৷ কিন্ত্ত সেই সব আবেদনপত্রকে কোনওভাবেই আমল দেওয়া হয়নি৷ তবে, আইপিএল ক্রিকেটে গৌতম গম্ভীরের সাফল্যে সবাই চাইছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরকেই পছন্দের তালিকায় প্রথম রাখা হোক৷ শেষ পর্যন্ত সেই ভাবনাই সার্থক রূপ পেতে চলেছে৷ গৌতম গম্ভীরকে বিসিসিআই কোচ হিসেবে মনোনয়ন দিচ্ছে৷ হয়তো কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে সেকথা জানিয়ে দেওয়া হবে৷ অর্থাৎ অপেক্ষার অবসান হল৷ রাহুল দ্রাবিড় কোচের পদ থেকে সরে যাচ্ছেন, তা নিয়ে আর কোনও সন্দেহ থাকল না৷

বিজ্ঞাপন দিয়ে যে কোচের আবেদনপত্র চাওয়া হয়েছিল, তার শেষদিন ছিল ২৭ মে৷ সেই সময় পার হতেই দেখা গেল বেশকিছু আবেদনপত্র জমা পড়েছে৷ সেই আবেদনপত্রে বিদেশি কোচদেরও নাম দেখা গিয়েছে৷ তাঁদের মধ্যে ছিলেন জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং, রিকি পন্টিং ও অ্যান্ড ফ্লাওয়ারের মতো আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটারদের৷ আগেই মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, ভারতীয় দলকে স্বদেশী কোনও কোচের হাতে তুলে দেওয়া হবে৷ আসলে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে গৌতম গম্ভীর যে সাফল্যের চূড়ায় পৌঁছন, তখন থেকেই অনেক কর্মকর্তা এবং নির্বাচকরা গৌতম গম্ভীরের নাম নিয়ে আলোচনায় মুখর ছিলেন৷ ক্রিকেট বিশেষজ্ঞরাও বলতে শুরু করেছিলেন, গৌতম গম্ভীরই হবেন একমাত্র কোচ, যিনি ভারতের সাফল্য এনে দিতে পারেন আগামী টুর্নামেন্টে৷ কোচ হিসেবে যদি গৌতম গম্ভীরের নামের উপরে সরকারি সিলমোহরটা পড়ে যায়, তাহলে দশ মাস বাড়ির বাইরে থাকতে হবে৷ আর এই ভাবনা থেকেই রিকি পন্টিং তাঁর নিজের নামটা সরিয়ে নিয়েছেন৷ গৌতম গম্ভীরকেও চিন্তার মধ্যে থাকতে হয়েছে৷ কিন্ত্ত দেশের কথা ভেবে ওই দুশ্চিন্তা মন থেকে উড়িয়ে দিয়েছেন৷ বিসিসিআই যখন তাঁর কাছে প্রস্তাব দেয়, সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেননি৷

আসলে গৌতম গম্ভীরও চিন্তায় ছিলেন আইপিএল ক্রিকেটে কলকাতা নাইটরাইডার্সকে চ্যাম্পিয়ন করার পরে দলের মালিক শাহরুখ খান কী সিদ্ধান্ত নিতে চলেছেন৷ শাহরুখ খান থেকে প্রস্তাব এসেছিল গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হবে এবং ব্ল্যাঙ্ক চেকে চুক্তির অর্থের অঙ্কটা নিজেই বসিয়ে নেবেন৷ কিন্ত্ত এই চুক্তিতে তিনি সায় না দিয়ে দেশের জন্যই তাঁর ভাবনাকে এগিয়ে রেখেছেন৷ অর্থাৎ তিনি রাজি হয়েছেন ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে৷ যদি এমন হয়, বিশ্বকাপের পরে এবং অস্ট্রেলিয়া সফর শেষে তিনি যদি আবার কলকাতা নাইটরাইডার্স দলের সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রে তিনি কী করবেন? তবে এখনই এই কথা বলতে রাজি হননি৷ বিসিসিআই গৌতম গম্ভীরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করবে বলে জানা গিয়েছে৷

রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের যখন চুক্তি হয়, তখন তাঁর বার্ষিক বেতন ছিল ১২ কোটি টাকা৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিসিসিআইয়ের সচিব জয় শাহ ও সভাপতি রজার বিনি চূড়ান্ত করে ফেলেছেন কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম৷ তবে গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তির শর্ত কী হবে, তা চূড়ান্ত হয়নি৷