• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

ভোটের দামামা ফুটবলের পাশে বাস্কেটবল সংস্থায়

কলকাতা ময়দানে বিভিন্ন সংস্থার কর্মকর্তা নির্বাচনে শোরগোল উঠেছে। কিছুদিন আগে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে জমজমাট ছিল ময়দান।

এবারে শুধু ফুটবলে নয়, কলকাতা ময়দানে বিভিন্ন সংস্থার কর্মকর্তা নির্বাচনে শোরগোল উঠেছে। কিছুদিন আগে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে জমজমাট ছিল ময়দান। এমনকি ৬৩ জন ভোটারের জন্য প্রায় ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ভোটের উত্তেজনা এখন সরগরম মোহনবাগান ক্লাবে। আগামী ২০ মার্চ ক্লাবের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ব্যাপার তুলে দেওয়া হবে নির্বাচন কমিটির সদস্যদের হাতে। মোহনবাগান ক্লাবের সচিব পদে ফিরে আসার জন্য লড়াই করবেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। তবে বর্তমান সচিব দেবাশিস দত্ত চুপচাপ থাকছেন না। তিনিও সচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি চাইছেন বর্তমান প্রশাসকরা যেভাবে উন্নয়নমুখী কাজ করেছেন, সেখানে বিরোধী শিবির থেকে যাঁরা প্রার্থী হবেন, তাঁদের চাপের মধ্যে রাখতে। হয়তো বিভিন্ন জায়গায় ছোট ছোট সভা করছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু।

ইতিমধ্যে তিনি ‘উত্তরে মোহনবাগান’ নামে হেদুয়াতে একটি সভা করেছেন। সেখানে উত্তর কলকাতার মোহনবাগানের সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সভাতে দেখা গেছে, কোচ সঞ্জয় সেন ও কিবু ভিকুনাকে। ছিলেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ। আবার বর্তমান সচিব গোপন বৈঠক করে সদস্যদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। তবে, বর্তমান সচিবের কাছে প্লাস পয়েন্ট মোহনবাগান ক্লাবের ফুটবলের সাফল্য। তাঁর প্রশাসনে মোহনবাগান ক্লাবে বেশকিছু কাজ হয়েছে, যা সমর্থকদের কাছ বড় প্রাপ্তি। তিনি প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানিয়ে বিভিন্ন কাজ করেছেন।

এমনকি প্রয়াত পদ্মশ্রী চুনী গোস্বামীকে সম্মান জানিয়ে প্রবেশদ্বারের উদ্বোধন করেছেন। এমনকি ক্রিকেটারদেরও সম্মান জানাতে তিনি ভুল করেননি। তৈরি করেছেন ক্রীড়া পাঠাগার। আর আগামী ২০ মার্চ মালিদের জন্য বিশেষ ঘরের উদ্বোধন হচ্ছে। অর্থাৎ বলতে দ্বিধা নেই, সচিব দেবাশিস দত্ত বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করে তা রূপায়িত করেছেন। যার ফলে তিনি সদস্যদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পেরেছেন।

আবার এদিকে রাজ্য বাস্কেটবল সংস্থার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ। এখানেও প্রাক্তন ও বর্তমান সচিবের সঙ্গে লড়াই হতে চলেছে সচিব পদে। জানা গেছে, প্রাক্তন সচিব গৌতম গাঙ্গুলির সঙ্গে সরাসরি লড়াই হতে চলেছে বর্তমান সচিব প্রদীপ আড্ডির। সোমবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, কোষাধ্যক্ষ পদে কোনও লড়াই হচ্ছে না। তবে সহসচিব পদে লড়াই হবে। সভাপতি পদে কোনও লড়াই হয় না। কার্যকরী সমিতির সদস্যরাই সিদ্ধান্ত নেন ওই পদে কাকে মনোনীত করা হবে। তাই রাজ্য বাস্কেটবল সংস্থার মাঠে প্রার্থীদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।