সোমবার নামিবিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসাবে শেষ টি-টোয়েন্টি ক্রিকেট খেলে ফেলেন বিরাট কোহলি। তিনি আর শর্ট ফরম্যাটের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন না। তবে বীরেন্দ্র সেহবাগ এই সিদ্ধান্তটা মন থেকে মেনে নিতে পারেননি।
পাশাপাশি বিরাট কোহলি দলকে পঞ্চাশটি টি-টোয়েন্টি খেলায় নেতৃত্ব দিয়েছেন, ধোনির পর দ্বিতীয়স্থানে রয়েছেন। বলে রাখা ভালো, বীরু বিরাটের সিদ্ধান্তটা মন থেকে মেনে নিতে পারছেন না।
তিনি বলেন, ‘বিরাট টি-টোয়েন্টি এই ক্রিকেটের অধিনায়কত্ব কেন ছেড় দিল আমি জানি না যদিও এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। কারণ ওর নেতৃত্বে দল খুব ভালো খেলছিল জানি না বিরাটের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি?
হয়তো ওর খেলার দিকে আরও বেশি নজর বাড়াতে চায় সেখানে একজন ক্রিকেটার হিসাবে ও দলকে আরো ভালো করে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। তবে আমি বলব বিরাট টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছে ঠিক। কিন্তু ও যেন বাকি দুই ফরম্যাটে অধিনায়কত্ব করে যায়।’