ক্রিকেট মাঠে বাবা-ছেলের কীর্তি কাহিনি অনেক আছে। বিশেষ করে মুম্বইয়ের ক্রিকেট জগতের বেশ কয়েকজনের নাম বড় অক্ষরে লেখা রয়েছে। এমনকি বাংলাতেও এমন উদাহরণ রয়েছে। একটা প্রবাদ বাক্য আছে, বাপ কা বেটা। এবারে সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন দাপুটে ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর। সেহওয়াগের আগ্রাসী ব্যাটিং সবার মন জয় করে নিত। আর এবারে কোচবিহার ট্রফিতে সেহওয়াগের ছেলে আর্যবীর দ্বিশতরান করল।
১৭ বছর বয়সী আর্যবীর খেলতে নেমে ২২৯ বলে ২০০ রান করে অপরাজিত থাকলেন। তার লক্ষ্য এখন ত্রিশতরান করার। শিলংয়ে মেঘালয়ের বিরুদ্ধে দিল্লি দল খেলছে। খেলতে যাওয়ার আগে ছেলে আর্যবীরের হাতে দুটো ব্যাট তুলে দিয়েছিলেন বাবা বীরেন্দ্র সেহওয়াগ। বাবার দেওয়া ব্যাটে খেলে আর্যবীর দ্বিশতরান করার কৃতিত্ব দেখান।