• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ব্যাট হাতে নামতে রাজি বীরেন্দ্র সেহবাগ

বীরেন্দ্র সেহবাগ টুইট করে বলেন, এতাে ক্রিকেটারের চোট। যদি প্রথম একাদশ নির্বাচন করতে কোনও অসুবিধা হয়, তা হলে আমি ব্যাট হাতে নামতে রাজি আছি।

বীরেন্দ্র সেহবাগ (File Photo: IANS)

চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে একের পর এক সমস্যা দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু তারপর ঘরের দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দেয়নি বিদেশ সফরকারী ভারতীয় দলের ক্রিকেটাররা। চোটের সমস্যায় একের পর এক তারকা ক্রিকেটার প্রতিযােগিতা থেকে ছিটকে গিয়েছেন।

চতুর্থ টেস্ট থেকে মঙ্গলবারই ছিটকে গিয়েছেন ভারতীয় দলের পেস বােলার জসপ্রীত বুমরা। এরফলে ভারতীয় দলের পেস বােলিংয়ে শুক্রবার থেকে শুরু হওয়া গাব্বা টেস্টে উঠতি বােলাররা দলের বােলিংয়ের বিভাগ সামলাবেন।

সেদিক দিয়ে বিচার করলে, প্রত্যেকেরই কিছু না কিছু চোট রয়েছে। সেখানে গাব্বায় প্রথম একাদশ ঠিক করতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার বীরেন্দ্র সেহবাগ টুইট করে বলেন, এতাে ক্রিকেটারের চোট। যদি প্রথম একাদশ নির্বাচন করতে কোনও অসুবিধা হয়, তা হলে আমি ব্যাট হাতে নামতে রাজি আছি। ব্রিসবেনে কোয়ারেন্টাইনের ব্যাপারটা বিসিসিআই বুঝে নেবে। আমি ওই ব্যাপারটা মাথার মধ্যে আনছি না।