• facebook
  • twitter
Sunday, 23 March, 2025

রিঙ্কুর আবদার থেকে বাঁচতে বিরাটের অন্য ভাবনা

গত আইপিএলে বিরাট কোহলিকে কাছে পেয়েই রিঙ্কু সিং ব্যাটের আবদার করেছিলেন। এক বার নয়, দু’বার কোহলির কাছে ব্যাট চেয়েছিলেন আলিগড়ের তারকা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইডেনে শুরু হচ্ছে শনিবার থেকে আইপিএল ক্রিকেট। তার আগে দুই দল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা শুক্রবার অনুশীলনে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। কিন্তু সন্ধ্যের পরে বৃষ্টি আসায় সবাই ড্রেসিংরুমে চলে আসেন। সেখানেই বিরাট কোহলির সঙ্গে রিঙ্কু সিংয়ের আলাপচারিতা চোখে পড়েছে সবার। একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে একাধিক ক্রিকেটারকে। এই দৃশ্য সবাই দেখে যেমন খুশি এবং তা নিয়ে বেশ গুঞ্জন শোনা গেছে। এমন কি দেখা গিয়েছে বিরাট মাঠ থেকে ২টি ব্যাট নিয়ে বেরোচ্ছেন। অনেকের দাবি রিঙ্কুর থেকে ব্যাট বাঁচাতেই এমন কাজ করেছেন বিরাট। সত্যিই কি তাই?

গত আইপিএলে বিরাট কোহলিকে কাছে পেয়েই রিঙ্কু সিং ব্যাটের আবদার করেছিলেন। এক বার নয়, দু’বার কোহলির কাছে ব্যাট চেয়েছিলেন আলিগড়ের তারকা। নাইট তরুণের আবদার রেখেছিলেন বিরাট। এ বার ফের বিরাট, রিঙ্কু ও ব্যাট নিয়ে হচ্ছে আলোচনা। কারণ? আইপিএল চলে এসেছে। এ বারও কি তেমন কিছু আবদার কোহলির কাছে করেছেন রিঙ্কু? আপাতত তেমনটা জানা যায়নি। তবে নেটদুনিয়ায় কোহলির যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে নেটিজেনরা দাবি করেছেন, রিঙ্কুর জন্যই নিজের ব্যাট কার্যত হাতছাড়া করতে চাননি বিরাট। ইডেনে শুধু অনুশীলনের সময় নয় ড্রেসিংরুমের ধারে কাছে দেখলেই রিঙ্কুকে হাসিমুখে আলিঙ্গন করেন বিরাট। পিঠ চাপড়ে দেন তাঁকে। এরপর দেখা যায় কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানার সঙ্গে হাত মেলান বিরাট। সব মিলিয়ে একটা ফুরফুরে পরিবেশ তৈরি হয়েছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যে।

News Hub