• facebook
  • twitter
Wednesday, 22 January, 2025

ফর্মে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেট খেলবেন বিরাট-রোহিত

১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন সুনীল গাভাসকার

ফাইল চিত্র

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বিশ্বাস করেন ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হয় এবং তারপরেই জাতীয় দলে ফেরার কথা ভাবতে হয় ক্রিকেটারদের। যে সমস্ত ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটকে সেইভাবে গুরুত্ব দেন না, তাঁদের পক্ষে কোনও রায় দেওয়া সম্ভব নয়, এমনই ভাবনার কথা বলেছেন কোচ গৌতম গম্ভীর। হয়তো সেই কারণেই কোচের নির্দেশ মেনেই ১২ বছর পরে রঞ্জি ট্রফিতে খেলার জন্য মাঠে নামবেন বিরাট কোহলি। শুধু বিরাট কোহলিই নয়, রোহিত শর্মাও আবার ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ভারতের এই তারকা ক্রিকেটাররা যখন মাঠে নামবেন, তখন নিরাপত্তার প্রশ্নটা অবশ্যই থাকবে। সেদিক থেকে কোনওরকম অসুবিধা হবে না বলে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। কোয় গৌতম গম্ভীর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় বেশ কয়েকটি রঞ্জি ট্রফি খেলেছন। স্বাভাবিকভাবে গৌতমের পথ অনুসরণ করে বিরাট-রোহিতরা আবার রঞ্জি খেলার পথে।

ভারতীয় ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে ফেলার পর আর সে ভাবে রঞ্জি খেলেন না। না খেলার কারণ হিসাবে কখনও উঠে এসেছে চোট পাওয়ার আশঙ্কা, কখনও ক্লান্তি, কখনও একই সময়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থাকা। কিন্তু গম্ভীর এখন বার বার মনে করিয়ে দিয়েছেন ঘরোয়া ক্রিকেট খেলার কথা।
এদিকে উল্লেখ করা যেতে পারে, গৌতম গম্ভীর নিজে ক্রিকেট জীবনের ১৩ বছরের মধ্যে রঞ্জিতে ৪৪টি ম্যাচ খেলেছিলেন গম্ভীর। অর্থাৎ, বছরে গড়ে প্রায় চারটি করে রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। যা ভারতের তারকা ক্রিকেটারদের মধ্যে খুব একটা দেখা যায় না।

১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন সুনীল গাভাসকার। গাভাসকারও প্রায় প্রতি বছর ওই সময়ের মধ্যে গড়ে প্রায় চারটি করে রঞ্জি ম্যাচ খেলেছিলেন। তিনি যত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন, তার ৩৩.৮৩ শতাংশ দিন রঞ্জি খেলেছিলেন। গম্ভীর বা গাভাসকারের মতো এত রঞ্জি ম্যাচ খেলতে দেখা যায়নি কপিল দেবকে। তিনি অলরাউন্ডার ছিলেন। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কও। ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন কপিল। ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের মধ্যে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন ২০টি ম্যাচ।

আবার সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক কেরিয়ার ২৪ বছরের। ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। ওই ২৪ বছরে সচিন রঞ্জিতে খেলেছিলেন ৩২টি ম্যাচ। বাংলারক সৌরভ গাঙ্গুলির ভারতীয় দলে অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। তার পর আবার সুযোগ পেয়েছিলেন ১৯৯৬ সালে। খেলেছিলেন ২০০৮ সাল পর্যন্ত। ১৬ বছরের কেরিয়ারে ৩৪টি রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের মাঝে ২১টি রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। দেশের হয়ে দ্রাবিড় ১৬৪টি টেস্ট, ৩৪৪টি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। ১৬ বছরে গড়ে দু’টির সামান্য বেশি রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। প্রাক্তন ক্রিকেটাররা চান রোহিত শর্মা ও বিরাট কোহলিরা ঘরোয়া ক্রিকেট খেলে নিজেদের নতুন ভাবে উইকেটে পরিচয় দিতে।