• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিশ্বকাপে ওপেনে পাঠানো উচিত বিরাট কোহলিকে

নির্বাচকদের বার্তা প্রাক্তন ক্রিকেটারের মুম্বই– কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা বলেছিলেন এবারের বিশ্বকাপে বিরাট কোহলিকে কিছুতেই ওপেনে পাঠানো যাবে না৷ ওর সঠিক জায়গা তিন নম্বরে৷ তিনেই যেন খেলানো হয় বিরাটকে৷ শুরুতে রোহিতের সঙ্গে কোনও এক জুনিয়র ক্রিকেটারকে রাখা উচিত৷ বিরাট তিনে খেলতে নেমে অ্যাঙ্কার রোলের কাজ করবে৷ দরকার হলে কুডি় ওভার ব্যাট

নির্বাচকদের বার্তা প্রাক্তন ক্রিকেটারের

মুম্বই– কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা বলেছিলেন এবারের বিশ্বকাপে বিরাট কোহলিকে কিছুতেই ওপেনে পাঠানো যাবে না৷ ওর সঠিক জায়গা তিন নম্বরে৷ তিনেই যেন খেলানো হয় বিরাটকে৷ শুরুতে রোহিতের সঙ্গে কোনও এক জুনিয়র ক্রিকেটারকে রাখা উচিত৷ বিরাট তিনে খেলতে নেমে অ্যাঙ্কার রোলের কাজ করবে৷ দরকার হলে কুডি় ওভার ব্যাট করার মানসিকতা নিয়ে খেলবে৷ তা হলে ভারত বড় রানের টার্গেটে যেতে পারবে৷

কিন্ত্ত ব্রায়ান লারা উল্টো সুরে কথা বললেন আর এক প্রাক্তন ক্রিকেটার৷ নিউজিল্যান্ডের সাইমন ডুল বলছেন আইপিএলের মতো বিশ্বকাপেও বিরাটের উচিত ওপেন করা৷ তা হলে ভারতীয় দলের হাতে অনেক অপশন এসে যাবে৷ বিরাট তিনে খেললে রিঙ্কু সিং-কে প্রথম একাদশে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়বে৷ কিন্ত্ত এই ফরম্যাটে রিঙ্কুর মতো ক্রিকেটার বাইরে থাকবে, এটা ভাবাই যায় না৷ তাই এই ফরম্যাটে বিরাট যেমন ওপেন করছে, বিশ্বকাপে ওকে সেভাবে কাজ লাগানো উচিত৷

জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচে ওপেন করেছেন বিরাট৷ রান করেছেন ৪০০৷ স্ট্রাইক রেট ১৬১.২২৯৷ এর মধ্যে ২০২২ এশিয়া কাপে অ্পরাজিত ১২২রানের ইনিংস আছে৷ ১০৯টি টি২০ ম্যাচের মধ্যে বিরাট তিন নম্বরে ব্যাট করেছেন ৮০টি ইনিংসে৷ রান করেছেন ৩০৭৬৷ গড় ৫৩. ৯৬৷ আর এবার আইপিএলে ৬টি ম্যাচে বিরাটের রান ৩১৯৷ স্ট্রাইক রেট ১৪১.৭৮৷ এক সাক্ষাৎকারে ডুল বলছেন ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে বিরাট আইপিএলে ওপেন করেছে৷ তাই ওর কাছে এই জায়গা নতুন নয়৷ তাই ওকেই ওপেনে রাখার দরকার৷ আইপিএলে ওপেন করতে নেমে বিরাট রান করেছে ৩৯৩০৷ স্ট্রাইক রেট ১৩৫.৯৩৷ এই ফরম্যাটে বিরাটের ৮টি সেঞ্চুরি এসেছে ওপেন করতে নেমেই৷ আর একটা কথা আছে৷ বিরাট ওপেন করলে নতুন বলটা ভাল খেলতে পারবে৷ ওর কাছে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়৷ বলকে ভাল প্লেস করে রান করতে পারবে৷ শুরুতে স্পিনের সামনে পড়লে অসুবিধ হতে পারে৷ তাই ওপেনে বিরাট গেলে এটাও ওর কাছে সুবিধা হবে৷

বিরাটকে নিয়ে একসময় অনেকে প্রশ্ন তুলেছিলেন৷ বলা হচ্ছিল, এই ফরম্যাটে এখন আর বিরাটকে কাজে লাগানো যাবে না৷ ওকে বাইরে রেখে দল গড়া হোক৷ কিন্ত্ত ডুল সে পথে হাঁটতে চাইছেন না৷ বরং তিনি শুভমান গিল, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থদের বাইরে রাখছেন৷ এমন কি প্রয়োজনে যশ্বসী জয়সওয়ালকেও তিনি বাইরে রাখতে চান৷ টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটের সঙ্গে এই ফরম্যাটের ক্রিকেটকে মিলিয়ে ফেললে অসুবিধা হবে, বলছেন ডুল৷ তিনি ঋষভের বদলে কিপার-ব্যাটসম্যান হিসেবে দলে চাইছেন সঞ্জু স্যামসনকে৷ এবং তাঁকেই তিনে রাখতে চান৷ বলছেন, রোহিত ও বিরাট ওপেন করুক৷ তিন নম্বরে আসুক সঞ্জু স্যামসন৷ রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জু তিনে ব্যাট করছেন৷ সেই জায়গা থেকে সঞ্জুকে সরিয়ে নিতে চান না ডুল৷ বলছেন, সঞ্জু আইপিএলে ভাল খেলছে৷ ওকে অবশ্যই দলে রাখতে হবে৷ তারপর আসবে সূর্যকুমার যাদব, শিভম দুবে, রিঙ্কু সিং ও রবীন্দ্র জাদেজা৷ প্রথম সাত ব্যাটসম্যান এভাবে রাখতে হবে৷ তবেই ভারত বিশ্বকাপে ভাল খেলবে৷