নির্বাচকদের বার্তা প্রাক্তন ক্রিকেটারের
মুম্বই– কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা বলেছিলেন এবারের বিশ্বকাপে বিরাট কোহলিকে কিছুতেই ওপেনে পাঠানো যাবে না৷ ওর সঠিক জায়গা তিন নম্বরে৷ তিনেই যেন খেলানো হয় বিরাটকে৷ শুরুতে রোহিতের সঙ্গে কোনও এক জুনিয়র ক্রিকেটারকে রাখা উচিত৷ বিরাট তিনে খেলতে নেমে অ্যাঙ্কার রোলের কাজ করবে৷ দরকার হলে কুডি় ওভার ব্যাট করার মানসিকতা নিয়ে খেলবে৷ তা হলে ভারত বড় রানের টার্গেটে যেতে পারবে৷
কিন্ত্ত ব্রায়ান লারা উল্টো সুরে কথা বললেন আর এক প্রাক্তন ক্রিকেটার৷ নিউজিল্যান্ডের সাইমন ডুল বলছেন আইপিএলের মতো বিশ্বকাপেও বিরাটের উচিত ওপেন করা৷ তা হলে ভারতীয় দলের হাতে অনেক অপশন এসে যাবে৷ বিরাট তিনে খেললে রিঙ্কু সিং-কে প্রথম একাদশে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়বে৷ কিন্ত্ত এই ফরম্যাটে রিঙ্কুর মতো ক্রিকেটার বাইরে থাকবে, এটা ভাবাই যায় না৷ তাই এই ফরম্যাটে বিরাট যেমন ওপেন করছে, বিশ্বকাপে ওকে সেভাবে কাজ লাগানো উচিত৷
জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচে ওপেন করেছেন বিরাট৷ রান করেছেন ৪০০৷ স্ট্রাইক রেট ১৬১.২২৯৷ এর মধ্যে ২০২২ এশিয়া কাপে অ্পরাজিত ১২২রানের ইনিংস আছে৷ ১০৯টি টি২০ ম্যাচের মধ্যে বিরাট তিন নম্বরে ব্যাট করেছেন ৮০টি ইনিংসে৷ রান করেছেন ৩০৭৬৷ গড় ৫৩. ৯৬৷ আর এবার আইপিএলে ৬টি ম্যাচে বিরাটের রান ৩১৯৷ স্ট্রাইক রেট ১৪১.৭৮৷ এক সাক্ষাৎকারে ডুল বলছেন ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে বিরাট আইপিএলে ওপেন করেছে৷ তাই ওর কাছে এই জায়গা নতুন নয়৷ তাই ওকেই ওপেনে রাখার দরকার৷ আইপিএলে ওপেন করতে নেমে বিরাট রান করেছে ৩৯৩০৷ স্ট্রাইক রেট ১৩৫.৯৩৷ এই ফরম্যাটে বিরাটের ৮টি সেঞ্চুরি এসেছে ওপেন করতে নেমেই৷ আর একটা কথা আছে৷ বিরাট ওপেন করলে নতুন বলটা ভাল খেলতে পারবে৷ ওর কাছে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়৷ বলকে ভাল প্লেস করে রান করতে পারবে৷ শুরুতে স্পিনের সামনে পড়লে অসুবিধ হতে পারে৷ তাই ওপেনে বিরাট গেলে এটাও ওর কাছে সুবিধা হবে৷
বিরাটকে নিয়ে একসময় অনেকে প্রশ্ন তুলেছিলেন৷ বলা হচ্ছিল, এই ফরম্যাটে এখন আর বিরাটকে কাজে লাগানো যাবে না৷ ওকে বাইরে রেখে দল গড়া হোক৷ কিন্ত্ত ডুল সে পথে হাঁটতে চাইছেন না৷ বরং তিনি শুভমান গিল, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থদের বাইরে রাখছেন৷ এমন কি প্রয়োজনে যশ্বসী জয়সওয়ালকেও তিনি বাইরে রাখতে চান৷ টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটের সঙ্গে এই ফরম্যাটের ক্রিকেটকে মিলিয়ে ফেললে অসুবিধা হবে, বলছেন ডুল৷ তিনি ঋষভের বদলে কিপার-ব্যাটসম্যান হিসেবে দলে চাইছেন সঞ্জু স্যামসনকে৷ এবং তাঁকেই তিনে রাখতে চান৷ বলছেন, রোহিত ও বিরাট ওপেন করুক৷ তিন নম্বরে আসুক সঞ্জু স্যামসন৷ রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জু তিনে ব্যাট করছেন৷ সেই জায়গা থেকে সঞ্জুকে সরিয়ে নিতে চান না ডুল৷ বলছেন, সঞ্জু আইপিএলে ভাল খেলছে৷ ওকে অবশ্যই দলে রাখতে হবে৷ তারপর আসবে সূর্যকুমার যাদব, শিভম দুবে, রিঙ্কু সিং ও রবীন্দ্র জাদেজা৷ প্রথম সাত ব্যাটসম্যান এভাবে রাখতে হবে৷ তবেই ভারত বিশ্বকাপে ভাল খেলবে৷